ক্যারিয়ার বিষয়ক জগন্নাথ বিশ্বদ্যিালয়ের অন্যতম সমৃদ্ধ ক্লাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) প্রতিষ্ঠার দশ বছর পূর্ণ করে এগারো তম বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক উদ্যমী তরুণ শিক্ষার্থীদের সুদূরপ্রসারী চিন্তা ও প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে চারদিনব্যাপী অনলাইন সেশনের জমজমাট আয়োজন। ১ জুন থেকে শুরু হয়ে সোশ্যাল মিডিয়ার এই আয়োজন চলে ৪ জুন পর্যন্ত।
আয়োজনের প্রথম দিন উপস্থিত ছিলেন, জবির এবং ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্যরা। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২ জুন ‘প্রফেশনাল গ্রমিং এন্ড এটিকেট’ এর উপর একটি সেশন অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগদের চিফ পাব্লিক এফেয়ার্স অফিসার’ সোলায়মান সুখন। ৩য় দিন অনুষ্ঠিত হয় ‘স্টেপ টুওয়ার্ডস সিভিল সার্ভিস ‘এর উপর একটি সেশন যেখানে অতিথি হিসেবে ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর এডিশোনাল ডেপুটি কমিশনার। ৪র্থ সেশন এবং সমাপনী সেশন অনুষ্ঠিত হয় ৪ জুন ব্রান্ডিং ইউরসেল্ফ: শো ইউর এক্সেলেন্সি’ এর মধ্যে দিয়ে এবং এই সেশনের মাধ্যমে চারদিন ব্যাপী আনুষ্ঠানিকতার পর্দা নামে।
শেষদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন প্ল্যাটফর্ম ‘তরুণ’ এর কো ফাউন্ডার রাফিদ ইলাহি চৌধুরী, মিশন সেইভ বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোঃ তাজদিন হাসান একই সাথে তিনি ডেইলি স্টার এর চিফ স্ট্রাটেজি এন্ড ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার স্মার্টিফায়ার একাডেমি এর ফাউন্ডার এবং সিইও মোঃ সোহান হায়দার।
জেএনইউসিসির এক্সিকিউটিভ সুমাইয়া পীথি বলেন, ‘তিনদিনের সেশনে বেস্ট বেস্ট স্পিকারদের কাছ থেকে তাদের নিজেদের এক্সপেরিয়েন্স জানার মাধ্যমে নিজের মধ্যে একটা আালাদা কনফিডেন্স তৈরি হয়েছে। পাশাপাশি জেএনইউসিসি এর একজন সদস্য হিসেবে পুরো প্রোগ্রাম অরগানাইজে কাজ করার মাধ্যমেও আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। ১০ম বছর পূর্তি উপলক্ষ্যে জেএনইউসিসি তাদের মেম্বারদের এবং বাকি সবার জন্য যে লার্নিং অপরচুনিটি ক্রিয়েট করেছে তা সত্যিই প্রশংসনীয়।’
ক্লাবটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত বলেন, ‘জেএনইউসিসি সবসময় ছাত্রছাত্রীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও জেএনইউসিসি বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষতা ও সৃজনশীলতা বিষয়ক কার্যক্রম শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য কাজ করে যাবে।’
ক্লাবটি বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পরবর্তী জেনারেশনের কর্পোরেট লিডার হিসেবে তৈরী করার জন্য কাজ করছি। ক্লাবটি একেবারে শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের ট্রেনিং, নেটওয়ার্কিং এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এছাড়া জবি শিক্ষার্থীরা নিজেদেরকে যেন চাকরিবাজারে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য প্রতিনিয়ত বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগীতার আয়োজন করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’