Top

ভূমিদস্যুদের হাত থেকে খাল রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

০৫ জুন, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
ভূমিদস্যুদের হাত থেকে খাল রক্ষার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ার সদর উপজেলা সংলগ্ন চিংগুড়িয়া বাদুরতলী খালসহ কলাপাড়ার সকল খাল  স্থানীয় ভূমিদস্যুরা অবৈধ দখলের মাধ্যমে দোকান নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহে বাধা, পানি নিষ্কাশনে অসুবিধা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, চাষাবাদে সমস্যার কারণে এই অঞ্চলের মানুষেরা নানা ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এ অবস্থায় দখলদারদের অবৈধ খাল দখলের দোকান উচ্ছেদের মাধ্যমে খালমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ আঞ্চলিক শাখার আয়োজনে এতে স্থানীয় এলাকাবাসী একাত্মতা প্রকাশ করে।

শনিবার (৫ জুন) দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আঞ্চলিক শাখার সদস্য সচিব মেজবাহ উদ্দিন মান্নু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি দিদারুল আলম বাবুল

এসময় বক্তারা কলাপাড়া সদর উপজেলার চিংগড়িয়া খালসহ সকল অবৈধ দখল উচ্ছেদ করে খননের দাবি জানান।

শেয়ার