Top

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে

০৬ জুন, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলায় ৫ জুন একদিনে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও হতে শনিবার রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন করে ১৭ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার বালিয়াডাঙ্গী উপজেলা নিবাসী ৭০ বছর বয়সী করোনা সংক্রমিত রোগী (মহিলা) চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছেন। তিনি জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৭৪২ জন, যাদের মধ্যে ১৫৭৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং এ পর্যন্ত মৃত্যু ৩৮ জন।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ঠাকুরগাঁও জেলায় গত কয়েকদিন থেকে করোনায় আক্রান্ত শনাক্ত বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী উপজেলা বালিয়াডাঙ্গীতে সবচেয়ে বেশি। গোপনে সীমান্ত পারাপার ও চোরাকারবারীদের কারণে এই সংক্রমণ বেশি হতে পারে। বিজিবি সীমান্তে আগের চেয়ে টহল বাড়িয়েছে।

সিভিল সার্জন আরো জানান, কয়েকদিনের সংক্রমণ পর্যালোচনা করলে দেখা যায় এই জেলায় সংক্রমণ বাড়ছে। গত ২৯ মে ৩ জন, ৩০ মে ৭ জন, ৩১ মে ৮ জন, ১ জুন বালিয়াডাঙ্গীতে ১ জন ও ২ জুন এক লাফে ১৭ জন, ৩ জুন ১৮ জন, ৪ জুন বালিয়াডাঙ্গীতে ২ জন এবং ৫ জুন আবার ১৭ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

তিনি জানান, করোনা পরীক্ষা করে গত জানুয়ারিতে ৭%, ফেব্রুয়ারিতে ৪.৩৭ %, মার্চে ১৫.০৭ %, এপ্রিলে ১৪.০৮ % ও মে মাসে ১৩% রোগী শনাক্ত হয়েছে। জুন মাসের প্রথম ৫ দিনে ৩০ শতাংশেরও বেশি রোগী শনাক্ত হয়েছে।

ভারতীয় ধরন সম্পর্কে সিভিল সার্জন জানান, ভারত থেকে যারা আসবেন তাদের করোনা পজিটিভ পাওয়া গেলে শুধু তাদেরই নমুনা ঢাকা আইইডিসিআরে পাঠানো হবে ভারতীয় ধরন আছে কিনা তা জানার জন্য। ঠাকুরগাঁওয়ে ভারত ফেরত রোগী পাওয়া যায়নি। তিনি বলেন, করোনা মোকাবিলায় ঠাকুরগাঁওয়ে সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। সদর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট রয়েছে। এ ছাড়া উপজেলা হেলথ কমপ্লেক্সেও আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, এখন সদর হাসপাতালে, বক্ষব্যাধি ক্লিনিকে ও সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জেলায় মোট ৬ টি কেন্দ্রে করোনা টেস্ট করা হয়। তবে করোনা চিকিৎসায় এখনো অনেক ঘাটতি রয়েছে। সদর হাসপাতালের আইসিইউ ব্যবস্থা নেই। এই ইউনিটে ভেন্টিলেটর থাকলেও দক্ষ জনবল নেই। একটি অক্সিজেন প্লান চালু রয়েছে। অক্সিজেনের সরবরাহে যাতে ঘাটতি না হয় সেজন্য আরো একটি অক্সিজেন প্লান স্থাপন করা হয়েছে। এটির কাজ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই চালু হবে এই দ্বিতীয় অক্সিজেন প্লান।

শেয়ার