Top
সর্বশেষ

ঢাকা-১৪ উপনির্বাচন: আ. লীগের দলীয় ফরম তুললেন আসলামুল হকের স্ত্রী

০৭ জুন, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
ঢাকা-১৪ উপনির্বাচন: আ. লীগের দলীয় ফরম তুললেন আসলামুল হকের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিলেন সদ্য প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক।

সোমবার (৭ জুন) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকার ১৪ আসনে প্রায় অর্ধশত প্রার্থীর নাম শোনা গেলেও আসলামুল হকের মতো জনপ্রিয় দক্ষ প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় তার নির্বাচনী এলাকার মানুষেরা আসলামুল হকের যোগ্য উত্তরসূরি হিসাবে তার স্ত্রী মাকসুদা হককে চাইছেন।

এদিকে গত বুধবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিক্রির তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪, ২৩১ সিলেট-৩ ও ২৫৩ কুমিল্লা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য ০৪ জুন থেকে ১০ জুন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে। ১২ জুন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হবে।

ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা ৪ জুন (শুক্রবার) থেকে ১০ জুন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে পারবেন।

উল্লেখ্য, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই উপ নির্বাচনের ভোটের দিনক্ষণ ঠিক করে নির্বাচন কমিশন।

শেয়ার