Top
সর্বশেষ

মৃত্যুদাবির ১ লাখ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর জেনিথ ইসলামী লাইফের

১০ জুন, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
মৃত্যুদাবির ১ লাখ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর জেনিথ ইসলামী লাইফের
ডেস্ক রিপোর্ট :

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বাড্ডা মডেল সার্ভিস সেন্টারের গ্রাহক মরহুমা সুফিয়া বেগমের মৃত্যু দাবি বাবদ ১ লাখ ২২ হাজার ৫৮০ টাকার চেক হস্তান্তর এবং কর্মী প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুন, ২০২১) কোম্পানির বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে মরহুমা সুফিয়া বেগমের নমিনি ও তার ছেলে মোশাররফ হোসেনের হাতে এই চেক তুলে দেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উন্নয়ন ও প্রশাসন বিভাগ প্রধান মো. নিজাম উদ্দিন, পিডি (উন্নয়ন) মো. আবু জাফর এবং এসইভিপি মো. বনি আমিন হাওলাদার।

কোম্পানির ডিএমডি (উন্নয়ন) ও বাড্ডা মডেল সার্ভিস সেন্টার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাঠ পর্যায়ের শতাধিক উন্নয়ন কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে সৎ ও নিষ্ঠার সাথে কাজের পাশাপাশি গ্রাহকদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে আইডিআরএ’র নিয়ম নীতি মেনে কাজ করার নির্দেশ প্রদান করেন।

শেয়ার