Top
সর্বশেষ

সপ্তাহজুড়ে বেক্সিমকোর লেনদেন ১ হাজার ৮০ কোটি টাকার

১২ জুন, ২০২১ ১১:২৩ পূর্বাহ্ণ
সপ্তাহজুড়ে বেক্সিমকোর লেনদেন ১ হাজার ৮০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ৩৪১ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ১ হাজার ৮০ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৮ কোটি ৩ লাখ ৬ হাজার ১৭২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩০০ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৪৬৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৩ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  ফরচুন সুজের ২৫৮ কোটি ৩৭ লাখ ২৭ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ১৭২ কোটি ৭০ লাখ ৬২ হাজার টাকার,  সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের  ১৬৯ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকার, ইফাদ অটোসের ১৬৯ কোটি ২৯ লাখ ১ হাজার টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১৬৬ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ১৬০ কোটি ৩০ লাখ ৩৯ হাজার টাকার ও গ্লোবাল ইন্স্যুরেন্সের ১৪৬ কোটি ৮৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার