Top
সর্বশেষ

ব্রাজিলের জার্সির ওজন অনেক : অধিনায়ক

১৪ জুন, ২০২১ ১২:২৫ অপরাহ্ণ
ব্রাজিলের জার্সির ওজন অনেক : অধিনায়ক

কোপা আমেরিকায় দুর্দান্ত শুরু করেছে ব্রাজিল। ভেনেজুয়েলাকে উদ্বোধনী ম্যাচে তারা হারিয়েছে ৩-০ গোলে। ঘরের মাঠে কোপা আমেরিকায় দলটির এটি টানা ২১তম জয়।

সব আসরের মতো এবারও কোপার অন্যতম ফেবারিট স্বাগতিক ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর সেলেসাওদের অধিনায়ক ক্যাসেমিরো বলছেন, ট্রফি জয়ের চাপ তারা সামলাচ্ছেন। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, ব্রাজিলের জার্সিটার ওজন অনেক।

তিনি বলেন, ‘এই জার্সিটা অনেক শক্ত। এটা অনেক ভারি এবং এটার অনেক লম্বা ইতিহাস আছে। ফ্রেন্ডলি, কোপা আমেরিকা, কোয়ালিফায়ার, বিশ্বকাপ যাই হোক না কেন আপনাকে খেলতে হবে জয়ের জন্য। কারণ এটার চাওয়া অনেক বেশি।’

নেইমারের পেনাল্টি গোলের সঙ্গে দুই অ্যাসিস্টে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। গোল করেছেন মার্কুইনিজ এবং গ্যাব্রিয়েল জেসুসও। দারুণ এই জয়ের পর ব্রাজিল অধিনায়ক জানিয়েছেন, এই জার্সি গায়ে তুললে সবসময় থাকতে হবে জয়ের মানসিকতা।

তিনি বলেন, ‘যারাই জাতীয় দলে আসবে, তাদের সবাইকে এই জার্সির প্রতি সম্মান দেখাতে হবে। জয়টা সহজেই এসেছে। কিন্তু এখানে কিছু দেওয়ার, সবকিছু উজার করার এবং সবসময় জিততে চাওয়ার ব্যাপার রয়েছে।’

শেয়ার