Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

কোপা আমেরিকা: না জেতার কারণ জানালেন মেসি

১৫ জুন, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
কোপা আমেরিকা: না জেতার কারণ জানালেন মেসি

কোপা আমেরিকার শুরুটা হতাশায় শুরু আর্জেন্টিনা। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি লিওনেল মেসিরা। এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চিলির সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।

সোমবার রাতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচের ৩৩ মিনিটের মাথায় দুর্দান্ত ফ্রি কিকে দলকে এগিয়ে নেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় ম্যাচ সমতায় আনেন চিলির এডুরাডো ভার্গাস। শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এমন হওয়াটাই স্বাভাবিক। গোটা ম্যাচে ৫১ ভাগ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল চিলি। যদিও আর্জেন্টিনার ১৮ শটে গোলের লক্ষ্য ছিল মাত্র ৫টি। অন্যদিকে চিলির ৫ শটে ৪টিই ছিল গোলের লক্ষ্যে। এর মধ্যে একটি ছিল গোল।

ম্যাচ শেষে মেসি স্বীকার করে নিয়েছেন ২০১৬ কোপা জয়ীদের বিপক্ষে আর্জেন্টিনা অনিয়ন্ত্রিত ফুটবল খেলেছে।

“আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। আমাদের যেভাবে খেলার কথা সেভাবে খেলতে পারিনি। বলা যায়, বলের নিয়ন্ত্রণ ছিল না আমাদের কাছে।”

তবে দলের কোচ লিওনেল স্কালোনি বলছেন, “জয়টা আমাদের পাওয়া উচিৎ ছিল। ড্র হওয়ায় হতাশ হয়েছি। এটা তো কেবল শুরু। সামনে কঠিন কিছু অপেক্ষা করছে।”

শেয়ার