কোপা আমেরিকার আর্জেন্টিনার শুরুটা ভালো হয়নি। চিলির বিপক্ষে ড্র করে কোপার মিশন শুরু করেন তারা। ম্যাচশেষে দলটির কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন, খেলার উপযোগী ছিল না মাঠ।
ব্রাজিলের রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। প্রথমে মেসির ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে গেলেও পরে ম্যাচ ড্র করে তারা। এই ম্যাচের মাঠের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেন স্ক্যালোনি।
তিনি বলেন, ‘এই মাঠ ফুটবলের চেয়ে অন্য কোনো খেলার জন্য বেশি উপযোগী। আজ তো ১০ মিনিট পর মাঠে আর খেলার উপায় ছিল না। কোপা আমেরিকার অন্য মাঠগুলোতেও একই পরিস্থিতি। আমি মনে করি, ভালো ফুটবলের জন্য ভালো মাঠ অনেক গুরুত্বপূর্ণ।’
চিলির বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে ১০-১২ মিনিট কিছুটা নিয়ন্ত্রণহীন ছিলাম। ওই সময়ই চিলি পেনাল্টি পেয়ে যায়। এরপর সেটা কিছুটা কষ্টসাধ্য হয়ে গেছে। কিন্তু আমরা এমন অনেক পরিস্থিতি তৈরি করেছি যার পর আমাদের জয় প্রাপ্য ছিল।’