Top
সর্বশেষ

এখনই জেমির বিকল্প ভাবছে না বাফুফে

১৭ জুন, ২০২১ ১:০৭ অপরাহ্ণ
এখনই জেমির বিকল্প ভাবছে না বাফুফে

বিশ্বকাপ বাছাই শেষে গত মধ্যরাতে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়া-জেমি ডেরা। ফুটবলাঙ্গনে গুঞ্জন কোচ জেমি ডে’র সঙ্গে বাফুফের সম্পর্ক ছিন্ন হতে পারে। যদিও দুই পক্ষের মধ্যে এখনো ১৩ মাস চুক্তির মেয়াদ রয়েছে।

বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আমেরিকা থেকে কাতারে তিন ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের মুল্যায়ন করছেন এভাবে, ‘তিন ম্যাচের ফলাফলে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি না আবার অসন্তুষ্ট বা হতাশও নই।’

জাতীয় দলের বিশ্বকাপ বাছাই শেষ৷ আট ম্যাচে মাত্র ২ পয়েন্ট। জাতীয় দলের বৃটিশ কোচ জেমি ডে জামালদের দায়িত্বে ৩ বছরের বেশি। জেমি ডে’র অধীনে বাংলাদেশের ফলাফল ও খেলার ছন্দ নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। তবে জাতীয় দল কমিটির চেয়ারম্যান নাবিলের আপাতত জেমির উপরই আস্থা রাখারই ইঙ্গিত, ‘এই মুহূর্তে কোচ পরিবর্তনের তেমন পরিকল্পনা নেই। আমরা সর্বশেষ কয়েকটি পারফরম্যান্স মুল্যান করে সিদ্ধান্ত নেব।’

ব্রিটিশ কোচ জেমি ডে’ও নিজেকে নিয়ে তেমন চিন্তিত নন, ‘আমার এখনো ১৩ মাস চুক্তি রয়েছে। দেখা যাক এই ১৩ মাস আমরা কিভাবে চলতে পারি।’ চুক্তি শেষ হওয়ার আগে বাফুফে জেমিকে বিদায় জানালে অবশিষ্ট মাসগুলোর বেতন দিতে হতে পারে এমনটাই উল্লেখ রয়েছে চুক্তিপত্রে জানা গেছে।

কাজী নাবিল আট বছরের বেশি সময় জাতীয় দল কমিটির চেয়ারম্যান। জাতীয় দলে ব্যর্থতার গল্পই তুলনামূলক বেশি। ২০০৭ সালের পর এশিয়ান কাপ বাছাইয়ের মুল পর্বে বাংলাদেশ। এটা খানিকটা প্রাপ্তি জাতীয় দল কমিটির। এর পেছনে আফগান ম্যাচের এক পয়েন্টকে বিশেষভাবে দেখছেন নাবিল, ‘আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে বিদেশের মাটিতে ড্র করাটা অবশ্যই ভালো কিছুর মধ্যে অন্যতম।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপ বাছাই শুরু হচ্ছে। এর আগে সাফ ছাড়া তেমন আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। ফেব্রুয়ারির বড় মন্চের প্রস্তুতির জন্য জামালদের ফিফা উইন্ডোর সদ্ব্যবহার করার পরিকল্পনা জাতীয় দল কমিটির চেয়ারম্যানের, ‘আমরা পরবর্তী ফিফা উইন্ডোগুলোতে ম্যাচ খেলার ব্যাপারে গুরুত্বপূর্ণ দৃষ্টি রাখব।’

চতুর্থ মেয়াদে কাজী সালাউদ্দিন দায়িত্ব নেয়ার আট মাসের মধ্যে বাংলাদেশ দুটো ফিফা উইন্ডো কাজে লাগিয়েছে। নভেম্বরে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আয়োজন করেছিল আর মার্চে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সামনের ফিফা উইন্ডোগুলো বাফুফের জাতীয় দল কমিটি কিভাবে ব্যবহার করতে সক্ষম হয় সেটা দেখার বিষয়।

শেয়ার