Top

চালের দাম বাড়ার কোনও কারণ দেখছি না: বাণিজ্যমন্ত্রী

১৭ জুন, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
চালের দাম বাড়ার কোনও কারণ দেখছি না: বাণিজ্যমন্ত্রী

বোরো ফসল ভালো হওয়ার পরেও চালের দাম বাড়ার কোনও কারণ দেখছেন না বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চালের দাম বাড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখন চালের দাম বাড়ার কোনও কারণ দেখছি না। কেননা এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চাল দাম যেন কোনও সিন্ডিকেট চক্রের কারসাজিতে না বাড়ে সে দিকটি দেখা হচ্ছে। এতে যদি কৃষকরা লাভবান হয় সেটাও দেখতে হবে। খাদ্য মন্ত্রণালয় পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ জুন) রংপুর নগরীর নবদীগঞ্জে হিমাগার মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীভাব ও এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, শুধু সয়াবিন তেল ছাড়া নিত্য প্রয়োজনীয় অন্য জিনিষপত্রের মূল্য অনেকটাই স্বাভাবিক রয়েছে। পৃথিবীর সব জায়গায় সয়াবিন তেলের দাম বেড়েছে। এর প্রভাবে আমাদের দেশেও দাম বেড়েছে। তারপরেও আমরা বিদেশ থেকে আমদানি কত টাকায় করা হচ্ছে, কর দেওয়ার পর অন্যান্য খরচ মিলিয়ে যৌক্তিক মূল্যের বেশি যাতে দাম নিতে না পারে, সে জন্য ভোক্তা অধিকার কঠোরভাবে মনিটারিং করছে বলে জানান তিনি।

মন্ত্রী এসময় আগামী দুই মাসের মধ্যে তিস্তা নদীর খনন কাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাজেট অধিবেশনের পর এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, তিস্তা নদী খনন করার পর নদীর দুইধারে বিস্তীর্ণ এলাকা তৈরি হবে। সেখানে বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপন করা হবে। এর মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এরআগে, নবদীগঞ্জে এলাকায় হিমাগারে এসে পৌঁছালে হিমাগার মালিক সমিতির নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি হিমাগার মালিকদের সঙ্গে তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর তুহিন ওয়াদুদ, নুরুজ্জামান খান খান। স্মারকলিপিতে ৬ দফা দাবি জানানো হয়। এর মধ্যে নদী সুরক্ষায় মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, অভিন্ন নদী হিসেবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন, তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণের কথা বলা হয়। এছাড়া তিস্তার ভাঙনে বন্যা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ অন্যান্য দাবিও তোলা হয়। মন্ত্রী বলেন তাদের দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে উদ্যেগ গ্রহণ করেছেন।

শেয়ার