রাউল গঞ্জালেসের পর, ইকার ক্যাসিয়াস, এরপর রিয়াল মাদ্রিদের নেতৃত্বের আর্মব্যান্ড উঠেছিল সার্জিও রামোসের বাহুতে। এবার বিদায় নিলেন সার্জিও রামোসও। নেতৃত্বের ধারাবাহিকতা তো থাকবেই। তাহলে কে হবেন রিয়াল মাদ্রিদের পরবর্তী অধিনায়ক?
স্প্যানিশ লা লিগার জায়ান্ট ক্লাবটি সার্জিও রামোসের উত্তরসূরি হিসেবে নেতৃত্বের আসনের জন্য বেছে নিলো ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলোকে। রিয়ালের পরবর্তী অধিনায়ক হিসেবে নেতৃত্বর আর্মব্যান্ড পরবেন মার্সেলো।
সে সঙ্গে একটি ইতিহাসেরও জন্ম দিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। ১১৭ বছর পর স্পেনের বাইরে কোনো ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিল মাদ্রিদের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। সর্বশেষ ১৯০৪ সালে রিয়াল মাদ্রিদের কোনো অধিনায়ক ছিলেন নন-স্প্যানিশ। এরপর গত ১১৭ বছর স্প্যানিশ ফুটবলারের কাঁধেই উঠেছে ক্লাবটির নেতৃত্বের গুরু দায়িত্ব।
১১৭ বছর আগে সর্বশেষ রিয়াল মাদ্রিদের বিদেশি অধিনায়ক ছিলেন ফেডেরিকো রেভুয়েলতো। তিনি ছিলেন গুয়েতেমালার ফুটবলার।
রিয়াল মাদ্রিদদের ঐতিহ্য হচ্ছে, নেতৃত্বের জন্য এমন একজনকে বেছে নেয়া, যিনি দীর্ঘদিন ক্লাবের প্রথম একাদশের ফুটবলার। সার্জিও রামোসের বিদায়ের পর এই কৃতিত্বটি এখন শুধুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্সেলোর। ১৫ বছর ধরে লজ ব্লাঙ্কোজদের হয়ে খেলছেন তিনি।