Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ব্রাজিলকে সেরা মেনে দি মারিয়া বললেন ‘স্বপ্ন এখনও বেঁচে আছে’

১৯ জুন, ২০২১ ১:৪৯ অপরাহ্ণ
ব্রাজিলকে সেরা মেনে দি মারিয়া বললেন ‘স্বপ্ন এখনও বেঁচে আছে’

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়া ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এ জয়ের সুবাদে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে তারা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রীতিমতো উড়ছে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের শিষ্যরা। স্বাভাবিকভাবেই তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

চলতি কোপা আমেরিকায় ব্রাজিলের এ আধিপত্য মেনে নিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াও। তার মতে কোপার এবারের আসরে ব্রাজিলই মূল ফেবারিট দল। তবে আর্জেন্টিনাও শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করিয়ে দিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এ তারকা।

উরুগুয়েকে হারানোর পর সংবাদমাধ্যমে ডি মারিয়া বলেছেন, ‘এখানে একটা বিষয় হলো, ব্রাজিল খুব ভালো করছে। আমরা প্রথম ম্যাচে ড্র করেছি আর আজকে জিততে সমর্থ হয়েছি। আমরা দারুণ কাজ করছি, ধাপে-ধাপে, ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমরা চেষ্টা করছি জাতীয় দল হিসেবে নিজেদের তুলে ধরার।’

আর্জেন্টিনার এখনও পর্যন্ত খেলা দুই ম্যাচের একটিতেও শুরুর একাদশে জায়গা হয়নি ডি মারিয়ার। প্রথম ম্যাচে জিওভানি লো সেলসোর জায়গায় নেমেছেন ৬৭ মিনিটে আর আজ নিকো গনজালেজের জায়গায় তাকে নামানো হয়েছে ৭০ মিনিটের সময়। তবে দুই ম্যাচেই নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি।

টুর্নামেন্টে প্রথম জয়ের পর নিজেদের শিরোপা জেতার লক্ষ্যের কথা আরও একবার জানিয়ে দিলেন ডি মারিয়া, ‘আশা করছি আমরা জিততে পারব। আর্জেন্টিনা সবসময়ই শক্ত দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল বেশ ভালো খেলছে। আমরা চেষ্টা করব নিজেদের স্বপ্নপূরণের জন্য সবকিছু করতে।’

ডি মারিয়ার ভাষ্য, ‘আমরা সবসময়ই প্রথমে গোল করছি এবং সেটি ধরে রাখার চেষ্টা করছি। বাছাইপর্ব ও কোপা আমেরিকার খেলা পুরোপুরি আলাদা। জয় পাওয়ার জন্য আমাদের যে ভাগ্যের ছোঁয়া প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। আজকে আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তা সম্ভব হয়েছে। আমরা সবসময়ই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

শেয়ার