রাজশাহীতে ফাতেমা (২১) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে নগরীর হোসেনিগঞ্জ এলাকার একটি ছাত্রী হোস্টেলের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাতেমা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ফাতেমা হোসেনিগঞ্জ এলাকার একটি হোস্টেলে থাকতেন। দুপুর থেকে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে তার কক্ষের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ছাত্রী হোস্টেলের মালিক স্বপন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি খতিয়ে দেখছি।