Top

খুলনায় আরও ৭ জনের মৃত্যু

২০ জুন, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
খুলনায় আরও ৭ জনের মৃত্যু

রোববার (২০ জুন) সকালে খুলনা করোনাভাইরাস ডেডিকেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করে বলেন, এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১৩০ শয্যার করোনা হাসপাতালের রেড জোনে (আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়) ৬ জনের এবং ইয়ালো জোনে (উপসর্গ নিয়ে ভর্তি) একজনের মৃত্যু হয়েছে। আইসিইউতে রয়েছে ১৮ জন।

তিনি আরো বলেন,  ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। বর্তমানে হাসপাতালে ১৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া শনিবার (১৯ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এর আগে গতকাল শনিবার (১৯ জুন) ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।

শেয়ার