Top
সর্বশেষ

পূজামণ্ডপে প্রাণ গেল যুবকের

২৬ অক্টোবর, ২০২০ ১২:৩৩ অপরাহ্ণ
পূজামণ্ডপে প্রাণ গেল যুবকের

নীলফামারী জেলা সদরের দেবীডাঙ্গা পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুন্না (১৮) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না জেলা শহরের শান্তিনগর মহল্লার মজির আলীর ছেলে ও নুরুল ইসলাম ডেকোরেটরের কর্মচারী।

স্থানীয়রা জানান, দেবীরডাঙ্গা দুর্গাপূজার মণ্ডপের বিদ্যুতের লাইনে বিভ্রাট হলে মুন্না তা মেরামত করার চেষ্টা করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহমুদ-উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার