Top
সর্বশেষ

বাঁশখালীতে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

২৬ অক্টোবর, ২০২০ ১২:৩৪ অপরাহ্ণ
বাঁশখালীতে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২৪ অক্টোবর) বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হক (৬০) বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের তৈলারদ্বীপ দক্ষিণপাড়া এলাকার মৃত ফজল আহমদের ছেলে।

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, বাঁশখালী থেকে চট্টগ্রামগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নিহত হন।

দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হলে ট্রাকচালক পলাতক রয়েছেন বলে জানান ওসি।

শেয়ার