Top

মাগুরায় আরও ২০ জন শনাক্ত ও ১ জনের মৃত্যু

২১ জুন, ২০২১ ৮:৫৪ অপরাহ্ণ
মাগুরায় আরও ২০ জন শনাক্ত ও ১ জনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি :

মাগুরায় গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২০ জন রোগী শনাক্ত হয়েছে ও ১ জনের মৃত্যু হয়েছে।

মাগুরার সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান জানান, গত ২৪ ঘন্টায় ৫৫ জনের নমুনা পরীক্ষনের জন্য পাঠানো হলে মাগুরা জেলায় আরো ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মাগুরায় এখন পর্যন্ত মোট ১৪০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ২৬ জনের মূত্যু হয়েছে।

আক্রান্ত ২০ জনের মধ্যে মাগুরা সদর উপজেলায় ২ জন, মাগুরা পৌর এলায় ৩ জন, মহাম্মদপুর উপজেলায় ৮ জন, শালিখা উপজেলায় ৬ জন ও শ্রীপুর উপজেলায় ১ জন। বর্তমানে আক্রান্ত ২০ জন এর মধ্যে মাগুরা সদর হাসপাতালে আছে ৪ জন ও বাকী ১৬ জন নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন আছে।

এ পর্যস্ত মাগুরায় মোট ৮৭২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪০৬ জনের নমুনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে অদ্যবধি সুস্থ হয়েছে ১২৩০ জন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, লকডাউন অব্যাহত রয়েছে। সামাজিক দুরত্ব বজায় রাখতে জেলার সর্বত্র পুলিশ টহল জোরদার করা হয়েছে।

শেয়ার