Top

রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

২২ জুন, ২০২১ ১১:২৫ পূর্বাহ্ণ
রামেক হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৩ জন মারা গেছেন। গত ২২ দিনে এই হাসপাতালের করোনা ইউনিটে ২২৯ জনের প্রাণ গেছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃত ১৩ জনের মধ্যে ১২ জনেরই বাড়ি রাজশাহী। অন্য একজনের বাড়ি নাটোরে। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৬ জন। এর মধ্যে রাজশাহীর ৩৭, চাঁপাইনবাবগঞ্জের ৫, নাটোরের ৭, নওগাঁ ৫, কুষ্টিয়া ১ ও অন্যান্য ১ জন। একই সময় সুস্থ হয়েছে হাসপাতাল ছেড়েছেন ৬১ জন।

তিনি আরো বলেন, হাসপাতালের চিকিৎসক ও নার্সরা করোনা রোগীদের সেবায় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। রোগীর চাপ বাড়ছেই। তাই বাড়তি রোগীর চাপ সামলাতে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে।

শেয়ার