Top

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু ৩

২২ জুন, ২০২১ ১২:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু ৩

ঠাকুরগাঁও জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ২১ জুন সোমবারও মারা গেছেন তিন জন। এই দিন নতুন করে ৬৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, সোমবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় ২১ জুন সোমবার নতুন ৬৯ জন ( সদর উপজেলা-৩১ জন ; রানীশংকৈল-১৬ জন এবং বালিয়াডাঙ্গী-০৬ জন, পীরগঞ্জে ১০ জন ও হরিপুরে ০৬ জন ) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মোট ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৪৩ শতাংশ। করোনা সংক্রমিত সদর উপজেলার ৭০ বছর বয়সী ০১ জন নারী ও বালিয়াডাঙ্গীর একজন ৭১ বছর বয়সী পুরুষ ও ৭০ বছর বয়সী একজন নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত তিন দিন তিনজন করে মোট ০৯ জন করোনা সংক্রমিত রোগী মারা যান। তিন দিনে নতুন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয় ২০২জন। সিভিল সার্জন আরও জানান, এপর্যন্ত ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৪৭৯ জন, যাদের মধ্যে ১৬৬০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু মোট ৬০ জন।

শেয়ার