Top
সর্বশেষ

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

২৭ অক্টোবর, ২০২০ ৯:৪৫ পূর্বাহ্ণ
রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে শিশু দুই বোনের মৃত‌্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কোব্বাত মেম্বার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো ওই গ্রামের নাজমা আকতার (৬) ও ইয়াসমিন আকতার (৩)।

স্থানীয়দের বরাত দিয়ে কোদালা ইউপি সদস্য এমএ জুয়েল বলেন, বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই বোন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের ভাসমান মৃতদেহ পাওয়া যায়।

রাঙ্গু‌নিয়া থানার প‌রিদর্শক (তদন্ত) মাহব‌ুব মি‌ল্কি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার