Top
সর্বশেষ

চট্টগ্রাম-কলকাতা রুটে ৫ নভেম্বর থেকে স্পাইস জেটের ফ্লাইট

২৭ অক্টোবর, ২০২০ ৯:৪৯ পূর্বাহ্ণ
চট্টগ্রাম-কলকাতা রুটে ৫ নভেম্বর থেকে স্পাইস জেটের ফ্লাইট

চট্টগ্রাম থেকে কলকাতায় প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ভারতের লো বাজেট এয়ারলাইনস স্পাইস জেট। আগামী ৫ নভেম্বর থেকে সপ্তাহে চারদিন এ রুটে বিমান সংস্থাটি চারটি ফ্লাইট নিয়মিত চলাচল করবে।

একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬১৩ টাকা। যাওয়া-আসার জনপ্রতি ভাড়া ১০ হাজার ১০৪ টাকা।

প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রোববার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতায় এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে ভারতের দিল্লী ও মুম্বাইয়েও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

চট্টগ্রাম থেকে প্রথম হলেও ঢাকা থেকে কলকাতা, দিল্লী ও মুম্বাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে স্পাইস জেট।

প্রতিষ্ঠানটির চট্টগ্রামের ইনচার্জ আসিফ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট চালুর মাধ্যমে যাত্রীদের ভ্রমণকে আরও সহজ করবে। চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ও গন্তব্য আরও বাড়ানো হবে।

আগ্রহী যাত্রীরা অনলাইনের পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ অফিস থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন।

শেয়ার