Top
সর্বশেষ

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় আজ

২৭ অক্টোবর, ২০২০ ৯:৫৩ পূর্বাহ্ণ
ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় আজ

ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ রায় ঘোষণা করবেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ রবিউল আলমের আদালত।
এর আগে, গত ৪ অক্টোবর আদালত আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। এ মামলায় আসামি জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান, সাইফুল ইসলাম ওরফে মানসুর কারাগারে আছেন।

২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার পথে খুন হন ব্লগার ওয়াশিকুর রহমান বাবু। এর পরই জনতার সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি চাপাতি উদ্ধার করা হয়।

ফেসবুক ও ব্লগসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন জিকরুল্লাহ ও আরিফুল।

শেয়ার