Top

আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর, প্রতিবাদে সমাবেশ

২৩ জুন, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর, প্রতিবাদে সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর কমনগর উপজেলায় তোরাবগঞ্জ ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুর গাড়ি ভাংচুর এবং তাকে হত্যার চেষ্টার প্রতিবাদে বুধবার দুপুরে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কমলনগর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন।

কমলনগরের তোরাবগঞ্জ ইয়নিয়নের নৌকার বিদ্রোহী প্রার্থী ফয়সাল আহমেদ রতন,উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পির নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে কমলনগর থানায় ৪৮ জনকে আসামী করে,অজ্ঞাতনামা তিন শতজনকে অভিযুক্ত করা হয়েছে।এ পযন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবাদ সভায় উপজেলায় আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এম,এ আলা উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আ.লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূইয়া,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড.রাসেল মাহমুদ মান্না,সহ প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী,জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারী, কমলনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড.একেএম নুরুল আমিন রাজু,রামগতি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ,পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু,কমলনগর,রামগতি ই্উনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আশ্ররাফুরজ্জামান রাসেল,মোশারফ হোসেন বাঘা,নিজাম উদ্দিন,সহ উপজেলা আ.লীগের সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপিস্থত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা আ.লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূইয়া বলেন ,ফয়সল আহম্মদ রতন আ,লীগের নামে দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বাড়ি,গাড়ি,সরকারি সম্পত্তি দখল,মাদক,ও চোরাকারবারিতে জড়িত,সরকারি গাছ চুরি করে বিক্রয়,তোরাবগঞ্জ মাদ্রসার ঘর বিক্রয় করে ২৭ লক্ষ টাকা,মাদ্রসার ক্যাশ দেখার ঘর বিক্রয়ের ১৬ লক্ষ টাকা,তার বাহিনীর শীর্ষ মতিন,শাহজাহানকে দিয়ে পানি উন্নয়নের জমি দখল করে মার্কেট নির্মাণ,প্রতি ৬ মাসে গাড়ি পরিবর্তন করে,লক্ষ্মীপুর কালু হাজ্বী রোড ১ টি বাড়ি,নদী বাংলা প্লাট,ঢাকায় প্লাট বাড়ি,খুলনা তার স্ত্রীর নামে বাড়ি নিমার্ণ করেন,৭০ বছরের মালিকানা সম্পত্তি থেকে ২০ টি পরিবারকে উচ্ছেদ করেন। নামে বেনামে বিভিন্ন ব্যাংকে কালো টাকা রয়েছে।

সাবেক জেলা আ.লীগের সভাপতি এম,এ আলা উদ্দিন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গত ২১ ই জুন সোমবার উত্তর চরপাগলা ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু নির্বাচনে পযাবেক্ষণ করতে আসলে কমলনগর তোরাবগঞ্জ ইউনিয়নের নৌকার বিদ্রোহী প্রার্থী,ফয়সল আহমেদ রতন,উপজেলা চেয়ারম্যান বাপ্পির নেতৃত্বে অর্ধশতাধিক বাহিনী নিয়ে অর্তকিতভাবে সন্ত্রাসী কায়দায় দা,শ্রেনী,লাটি ,সোটা,বোমা ফাটিয়ে সন্ত্রাসীরা তাঁর গাড়ি ভাঙচুর করে একই দিনে জেলা আ.লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর মোটরসাইকেল ভাংচুর করেছে।এর প্রতিবাদে সমাবেশ করা হয়েছে।তিনি আর বলেন এ ঘটনার সঙ্গে উপজেলার চেয়ারম্যান মেজবাহ
উদ্দিন বাপ্পি,বিদ্রোহী প্রার্থী রতন জড়িত ।মামলার আসামীদের অতিদ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়ার জোর দাবি জানায় তিনি।

শেয়ার