সমুদ্রে পরিচালিত ও পরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বলয় উপস্থাপনের মাধ্যমে অর্থায়নের চিত্র অংকন সহজতর৷ প্রাচীনকালে মাছ ধরা দিয়ে এর শুরু৷ সভ্যতা ও উৎপাদন কৌশলের অগ্রযাত্রার সাথে সাথে এই অর্থনৈতিক কর্মকাণ্ডের বহুধায় বিস্তৃতি, আকার ও পরিধির সম্প্রসারণ ঘটেছে ৷ এ সবের মধ্যে উল্লেখযোগ্য, জাহাজ নির্মাণ ও মেরামত, সমুদ্র পরিবহন, বন্দর পরিচালনা, মাছ এবং অন্যান্য জলজ প্রাণী সংগ্রহ, সমুদ্র নির্ভর খাদ্যসামগ্রী প্রস্তুতকরণ ও বিতরণ; তেল, গ্যাস ইত্যাদি উত্তোলনের যন্ত্রপাতি তৈয়ার, স্থাপন এবং উত্তোলন কার্যক্রম; বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যন্ত্রাংশ উৎপাদন যে সামগ্রীসমূহ সমুদ্রে বা সমুদ্রে কোন কার্যক্রমে ব্যবহার হয়; জাহাজে আনন্দ ভ্রমণ, পর্যটন, পানি-বালি-রোদ্রু উপভোগ; সমুদ্র সম্পর্কিত সেবা যেমন, সমুদ্র সম্পদ ও প্রকৃতি ইত্যাদির উপর গবেষণা; এবং উপকুল রক্ষা, যে কোন ধরনের সমুদ্রে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য গৃহীত কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করা যায়৷ এই কর্মকাণ্ডগুলির একটি সামষ্টিক নামকরণ ‘সামুদ্রিক অর্থনীতি’ করা হয়েছে৷ উল্লেখ্য, এই কর্মকাণ্ড, সবুজ অর্থনীতির চিন্তাভাবনার উদ্ভব (২০০০-২০১০) ও আন্তর্জাতিক ভাবে গ্রহণ ও স্বীকৃতি লাভের (২০১২) পূর্বে সমুদ্রের স্বাস্থ্য বা সমুদ্র-সম্পদের মাত্রারিতিক্ত ক্ষয়ক্ষতি বিবেচনায় নেবার বাধ্যবাধকতা ছিল না, কোন কোন এলাকা মাছ শূন্য হয়ে পড়েছে এবং চারটি মৃত সমুদ্রাঞ্চল দেখা দিয়েছে৷ ইহা সমগ্র মানবজাতির জন্য দুঃখের ও লজ্জার বিষয় এতে কোন সন্দেহ নাই ৷
সূত্রঃ Ocean science for development in SIDS: Facts and figures (2014)
সবুজ অর্থনীতিঃ সম্প্রতি উদ্ভূত ‘সবুজ অর্থনীতি’র মুল ভিত্তি : (ক) সমুদ্রস্বাস্থ্য, এর জীব বৈচিত্র্য ও ভারসাম্য এবং প্রকৃতির সঙ্গে এর সখ্যতা ও তা বজায় রাখা, (খ) যে কোন সম্পদ আহরণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন, যে কোন ধরণের সুবিধা গ্রহণ ও ব্যবহার সমগ্র মানবজাতির সামষ্ঠিক উন্নয়নে সহায়ক হবে, (গ)সমুদ্র সংক্রান্ত জ্ঞানার্জন, গবেষণা, কলাকৌশল উদ্ভাবন ও ব্যবহারের মালিকানা স্বত্ব সমগ্র মানবজাতির জন্য উন্মুক্ত থাকবে, (ঘ) অর্থের যোগান ও ব্যবহার নিয়ন্ত্রিত হবে ৷ অতএব ইহা স্পষ্ট যে ‘সামুদ্রিক অর্থনীতি’ ও ‘সবুজ অর্থনীতি’র মধ্যে আদর্শগত ফারাক রয়েছে এবং সবুজ অর্থনীতিই বিশ্ব ও মানবজাতির জন্য অধিকতর মঙ্গলজনক ৷ ইহাও অনস্বীকার্য যে, যেহেতু সমুদ্র, পরিবেশ এবং সামগ্রিক মানব মঙ্গলের বিষয়গুলি অন্তর্ভুক্ত নয় তাই পূর্ব হতে পরিচালিত নিয়ন্ত্রনবিহীন ‘সামুদ্রিক অর্থনীতি’র পরিচালন ও প্রসার কাম্য নয় ৷ তাই শুধু সবুজ অর্থনৈতিক কর্মকাণ্ডের অর্থায়ন এই রচনায় উপস্থাপিত হয়েছে৷ সমুদ্রে এবং এর সাথে সম্পর্কিত পরিচালিত প্রচলিত সকল কার্যাদি, যেগুলি সবুজ অর্থনীতির মুল নীতিসমুহের আলোকে টেকসই, ঐ সকল কার্যাবলী সবুজ অর্থনীতির অন্তর্ভুক্ত৷
সবুজ অর্থনৈতিক কর্মকান্ডঃ সবুজ অর্থনীতি উদ্ভাবনের পর যেসব কর্মকাণ্ড গ্রহণ, প্রস্ফুটিত ও বিকশিত করার প্রচেষ্টা চলছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য; (ক) সামুদ্রিক জৈব সম্পদ নির্ভর খাদ্য সামগ্রী উন্নততর প্রস্তুতকরণ ও উপযুক্ত মূল্যে বিপণন; (খ) গভীর ও অতি গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান, উত্তোলনের যন্ত্রপাতি তৈয়ার, স্থাপন, উত্তোলনে স্থাপনা পরিচালনা ও পর্যবেক্ষণ এবং তেল ও গ্যাস পরিবহন সুবিধাদি; (গ) সামুদ্রিক বায়ু শক্তির এবং অন্যান্য অক্ষয় সমুদ্র শক্তি যেমন, পৃষ্ঠ ও তলদেশের তারতম্য তাপমাত্রা শক্তি, ঢেউয়ের শক্তি, জোয়ার-ভাটা শক্তি, সমুদ্রের লবণাক্ত পানি ওসমোসিস শক্তি উৎপাদন, সংরক্ষণ এবং তা সমুদ্রে ও জমিনে ব্যবহার; (ঘ) সমুদ্রতলে নিচের খনিজ সম্পদের অনুসন্ধান, আহরণ, প্রক্রিয়াজাতকরণ (ঙ) সমুদ্রজলে ভাসমান অজৈব সম্পদের অনুসন্ধান, পরিমাণ নিরূপণ ও তার বাণিজ্যিক উৎপাদন; (চ) অতি ক্ষুদ্র জলজ প্রাণী চাষ করে তেল আহরণ ; (ছ) সমুদ্রের ক্ষুদ্র ও অতিক্ষুদ্র প্রাণী, উদ্ভিদ ও রূপান্তরিত উদ্ভিদসমূহ আর্থিক লাভজনক ভাবে ব্যবহারের জৈব কলাকৌশল উদ্ভাবন ও বাস্তব প্রয়োগ-প্রণালি চয়ন; (জ) সমুদ্রের পানিকে লবনমুক্ত করে ক্ষেতে খামারে, শিল্পকারখানায় এবং সুপেয় পানি হিসাবে ব্যবহার; (ঝ) অতি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, যথা সেন্সর, রোবট, পানির নিচে স্বয়ংক্রিয় জরীপ যন্ত্র ব্যবহার, স্বয়ংক্রিয় জাহাজ এবং এর চলার পথের আবহাওয়া, ঢেউয়ের উচ্চতা, নাবিকের স্বাস্থ্য, পারিপার্শ্বিক অবস্থার আঙ্গিকে যন্ত্রপাতির কর্মক্ষমতা, তেল ও অন্যান্য খরচ ইত্যাদির অফুরান তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যবহারের মাধ্যমে জাহাজের উত্তম পথ নির্বাচন, স্বল্প তেল ব্যবহার ও ক্ষতিকর গ্যাস নিঃসরণ কমান সম্প্রতি আরোপিত বাধ্যবাধকতা পালনে অগ্রগমন; (ঞ) সমুদ্র, সামুদ্রিক-সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণের জ্ঞানার্জন ও কলাকৌশল উদ্ভাবন এবং সকল অর্জিত জ্ঞান ও আবিষ্কার একটি আন্তর্জাতিক সংস্থার নিকট হেফাজত-করণ যাতে সকল দেশ ব্যবহারের সুযোগ পায়৷ উদাহরণ স্বরূপ ভারতের সৃজন করা Marine Spatial Planning (MSP) উল্লেখযোগ্য৷
সামুদ্রিক সম্পদের সদ্ব্যবহারঃ সবুজ অর্থনীতি প্রশংসনীয় দিক হল মানবগোষ্ঠীর সামগ্রিক কল্যাণ ৷ এই অপরিসীম সম্পদ ভাণ্ডারের উপর মানুষের দৃষ্টি পড়েছে ৷ আজকের বিশ্বের সর্ববৃহৎ সমস্যাই হলো সম্পদের অসম বণ্টন ও কেন্দ্রীভূত সম্পদের অপব্যবহার ও সীমাহীন ক্রমবর্ধমান শোষণ৷ এই সম্প্রতি আবিষ্কৃত ভাণ্ডারের, ব্যক্তি, সাম্প্রদায়িক বা জাতীয় হিস্যা বহির্ভূত আহরণ মানবজাতির বেঁচে থাকার অবলম্বন প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে এবং অতি ঘনীভূত সম্পদ রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে বিপর্যয়ে ঠেলে দিয়ে বিশ্বশান্তি বিনষ্ট করবে৷
সুত্রঃ financing the blue economy: Caribbean development bank (2018)
যে কোন কর্মকাণ্ডের – ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক বা অর্থনৈতিক – মেরুদণ্ডই হলো অর্থায়ন ৷ যাদের এই সম্পদের আহরণ ও ব্যবহার অপরিহার্য এবং এই সম্পদ আহরণে যারা বেশী প্রভাবিত হবে, তাদের অর্থায়ন সামর্থ্য অতি সীমিত বা নাই বলায় সঠিক, যেমন ছোট দ্বীপরাষ্ট্রগুলির ৷ এ সব দেশের অবারিত ব্যবহার্য সমুদ্রসীমা, ভূমির আয়তন বা লোক সংখ্যার অনুপাতে অনেক বেশী৷ সবুজ অর্থায়ন এই স্বল্পোন্নত দেশগুলির জন্য এক অপার সম্ভাবনাময় আর্শিবাদ৷ সামুদ্রিক সম্পদের যৌক্তিক নিয়ম মাফিক ব্যবহার এই দেশগুলির জন্য অতীব প্রয়োজন এবং উহা দ্রুত উন্নয়নে প্রভূত অবদান রাখবে৷ তেমনই উপকূলীয় ক্রমোন্নয়নশীল দেশগুলি যথেষ্ট অর্থ-যোগান সংগতির অভাবে দ্রুত উন্নয়নে সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে ব্যর্থ হবে বলে আশংকা থাকছে৷ এসব দেশের উন্নয়ন বৈশ্বিক সবুজ অর্থায়নের আওতায় মুখ্য হতে পারে ৷ সবুজ অর্থনীতি প্রণয়নে অর্থের সংস্থান, বিতরণ ও ব্যবহারে মানবগোষ্ঠীর সামগ্রিক ও সার্বিক উন্নয়ন মুল উদ্দেশ্য হবে বিধায় অর্থ ও সম্পদের ব্যবহার জীবনযাপনের মান উন্নয়নে, বিশেষ করে প্যাসিফিক সমুদ্রে ছোট দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় দেশগুলির মানুষের সার্বিক উন্নয়নে অবদান রাখে তা প্রথম ও প্রধান মাপকাঠি হবে ইহাই প্রত্যাশা ৷ বিচার্য বিষয় যে সমুদ্রস্থ ও উহার জীব বৈচিত্র্যের জন্য প্লাস্টিক ও প্লাস্টিককনা অত্যধিক ক্ষতিকর এবং এই ক্ষতি সবচেয়ে বেশী আঘাত করবে উপকূলীয় ও দ্বীপদেশগুলিকে৷ IPCC-এর উদ্যোগ এই যে, সমুদ্রস্হস্থের ক্ষতি মানবগোষ্ঠীকে ২০৫০ সাল নাগাত প্রতি বছর ৪২৮ বিলিয়ন মাঃ ডঃ আয় থেকে বঞ্চিত করবে এবং এই ক্ষতি বেড়ে ২১০০ সালে ফিবছর ১,৯৭৯ ট্রিলিয়ন মাঃ ডঃ দাঁড়াবে৷ সন্দেহ নাই যে স্বল্পোন্নত ও উন্নত দেশগুলি প্রাকৃতিক ভারসাম্য ও সমুদ্রস্হস্থের ক্ষতির জন্য সবচেয়ে কম দায়ী হলেও সমুদ্রের মত সার্বজনীন সামষ্ঠিক সম্পদের ক্ষতির সর্বাধিক ভুক্তভোগী এসব দেশগুলিই৷ সুনীল অর্থনীতি (Green Economy) এবং সবুজ অর্থনীতি প্রায় একই নীতি ও ধ্যানধারণা লালন করে, প্রয়োগ ক্ষেত্র যথাক্রমে জমিন ও বারিধী৷ গৃহীত সহনশীল উন্নয়ন উদ্দেশ্যসমূহ বা সম্প্রতি উদ্ভূত সুনীল অর্থনীতি সমুদ্রকে স্থলে স্থাপিত অর্থনৈতিক কর্মকাণ্ডের দূষণ থেকে রক্ষা করতে পারেনি৷ নিবিড় চাষাবাদে ব্যবহৃত অজৈব সার, শিল্প কারখানার বর্জ্য ও রাসায়নিক দূষিত পানি প্রতিনিয়ত সমুদ্রের সর্বদাই ক্ষতি সাধন করছে। মানবগোষ্ঠীর মঙ্গল ও উন্নয়নের জন্য সকল ধ্যানধারণা, চিন্তাভাবনা বা পরিকল্পনা একটি মাত্র নামকরণের অধীনে সুসংহত, সমন্বয় ও বিকশিত করা অধিকতর যুক্তিযুক্ত হতে পারে ৷ সবুজ অর্থনীতির অর্থায়ন আলোচনার প্রারম্ভে এরূপ একটি উপসংহারের প্রয়োজন হলো এই কারণে যে, সমুদ্র ও পরিবেশের জন্য বর্তমানে প্রচলিত কর্মকাণ্ডের ক্ষতিকারক বিষয়াদি যথাযথ পরিশোধন ছাড়া সবুজ অর্থনীতির অধীনে পরিকল্পিত এবং ভবিষ্যতে গৃহিতব্য কর্মকাণ্ড সমুদ্র ও পরিবেশ রক্ষার উদ্দেশ্য সাধনে ব্যর্থ অনেকটাই ব্যর্থ হবে৷ সবুজ অর্থায়নে প্রারম্ভে ঐ অঞ্চলে বিরাজমান সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার সুস্পষ্ট জ্ঞান ও পরিসংখ্যান সংগ্রহ একান্তই জরুরী যাতে করে বিনিয়োগ, সমুদ্রের জীববৈচিত্র্য, পরিবেশের কোনরূপ ক্ষতি না করে দীর্ঘকাল সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে ও আয়ের সমবন্টনের সুযোগ থাকে৷ যে কোন বিনিয়োগ সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারনা দিতে হবে ও সমর্থন নিশ্চিত করতে হবে৷ কোন অঞ্চলে অন্যান্য পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সাংঘর্ষিক না হয়ে পরিপূরক হতে হবে৷ তবে প্রচলিত কর্মকাণ্ড সবুজ অর্থনীতির ব্যত্যয় হতে পারবে না৷ হলে উহা সংশোধন করতে হবে বা পরিত্যাগ করতে হবে৷ আজ ইহাই অনেকের প্রত্যাশা যে পৃথিবীকে বসবাস উপযুক্ত রেখেও সবুজ অর্থনীতির অবদান বিশ্বের অন্যান্য উপাদানের অবদানকে ছাড়িয়ে যাবে৷
সবুজ অর্থায়ন: সমুদ্র জৈব বৈচিত্র্য, খাদ্য, শক্তি, বিভিন্ন উপাদান প্রাপ্তির অপার ভাণ্ডার তবুও ইহা বিশেষ বিবেচ্য, যেকোনো বিনিয়োগই ঝুকিবিহীন নয় এবং সমুদ্রের উপর বর্তমান জ্ঞান ভাণ্ডার অসম্পন্ন ৷ অন্যদিকে সমুদ্রের অফুরান ভাণ্ডার অনন্তকাল মানুষের মঙ্গলে ব্যবহার করা যাবে যদি সমুদ্রের স্বাস্থ্য, জৈববৈচিত্র, রাসায়নিক মিশ্রণে সমতা ও প্রাকৃতিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা যায় ৷ সমুদ্রের সামগ্রিক মূল্য ২৪ ট্রিলিয়ন অনুমান করা হচ্ছে এবং বর্তমানে প্রতি বছর এর সামষ্ঠিক মূল্য সংযোজন ২.৫ ট্রিলিয়ন ৷ ইহা বিশ্বে ৭ম বৃহতম অর্থনীতি৷ মাত্র ২০১৭ সালে এর কর্মকাণ্ডে অর্থের যোগান ও তা ব্যবহারের দিকনির্দেশনা প্রণয়নের আন্তর্জাতিক প্রচেষ্টা মাল্টায় অনুষ্ঠিত সমুদ্র-সভায় আলোচনা শুরু হয়৷ সভায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্ক, BPCE গ্রুপ, এভিবা বিনিয়োগকারীগন, অলটিথীয়া ইকোস্পেস, উইলিস টাওয়াস ওয়াটসনস, বিশ্বব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা ও বিনিয়োগকারীগন অংশগ্রহণ করেন ও তাঁদের বলিষ্ঠ সমর্থন ব্যক্ত করেন ৷ Blue Economy Finance Principles কে ধরে নেয়া হচ্ছে gold standard হিসাবে, কেননা সবুজ অর্থনীতি স্বচ্ছ, স্পষ্ট ও প্রকাশিত ৷ UNEP FI, EC, WWF WRI ও EIB সবুজ অর্থনীতি বিনিয়োগের ১৪টি নীতিমালা প্রণয়ন করেছে।
সূত্রঃ Compiled chart of Sustainable Blue Economy Finance Principles (March 2018)
বর্তমানের ৭ (সাত) শত কোটি মানুষের সংখ্যা ২০২৭ সাল নাগাদ ৮ (আট) শত কোটিতে দাঁড়াবে এবং ক্রমান্বয়ে এই সংখ্যা বাড়তেই থাকবে ও জীবন ধারণের মান দ্রুত উন্নত হবে, যা সকলের একান্তই কাম্য, সেক্ষেত্রে বেড়ে যাবে বিভিন্ন ধরনের চাহিদা; খাদ্য ও জীবনযাপনের প্রতি দিনের প্রয়োজনীয়সহ অন্যান্য সামগ্রী, শক্তি, পরিবহন, যোগাযোগ, বিনোদন, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির হরেক রকমের চাহিদা মানবগোষ্ঠীকে অপার সম্পদের-ভাণ্ডার সমুদ্রে ধাবিত হতে উৎসাহিত ও বাধ্য করবে ৷ শুরু হবে অপরিরুদ্ধ প্রতিযোগিতা ৷ এই প্রতিযোগিতা যাতে স্বার্থান্বেষী ও সাংঘর্ষিক না হয় বরং টেকসই ও ঘুর্নীয়মান হয়, ইহাই কাম্য । প্রণীত Co-operative নীতিমালা যথেষ্ঠ কার্যকরী না হলে সবুজ অর্থনীতির অর্থায়নে এরূপ একটি নীতি সংযোজন প্রয়োজন হতে পারে ৷ ভারতে উদ্ভাবিত MSP (Marine Spatial Planning) টুল ব্যবহার হতে পারে৷
অনেকেরই এই ধ্যানধারণা যুক্তিযুক্ত যে, সবুজ অর্থনীতিই বিশ্বের পরিবেশ-ভারসাম্য রক্ষার মাধ্যমে মানবগোষ্ঠীর সামগ্রিক-সমৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করবে এবং ইহাই আস্তে আস্তে প্রস্ফুটিত ও বিকশিত হয়ে একমাত্র অর্থনীতির রূপ নেবে ৷ অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইডের সঙ্গে সমুদ্রের নিবিড় সম্পর্ক ও ইহাই পানির উৎস৷ জলই জীবন ৷ চক্রাকারে পানি সরবরাহ জীবন ও জীবিকার এক মাত্র অবলম্বন ৷ সবুজ অর্থনীতির নীতি ও অবকাঠামো, হাজার বছরকে বিবেচনায় রেখে, চিরন্তন একটি পদ্ধতি প্রণয়ন করা প্রয়োজন৷ ইহা সময়সাপেক্ষ অনুশীলন সন্দেহ নেই, তাই ধীরে ধীরে শক্তিশালী ভিত্তির উপর ইহা গড়ে তুলতে হবে৷
অর্থের উৎসঃ সমুদ্রসস্পদ আহরণ এবং জীবন ও জীবিকার অবলম্বন সমুদ্রের সংরক্ষণ যাদের সর্বাগ্রে প্রয়োজন, অর্থাৎ SIDS ও অনুন্নত বা স্বল্পোন্নত উপকূলীয় দেশগুলি, তাদের যথেষ্ট আর্থিক ও কৌশলী সমর্থন নাই এবং ধারনা করা হয় তাদের সম্পদ, যেমন, মৎস্য ও অন্যান্য মূল্যবান সম্পদ স্বল্পমূ্ল্যে বাজারজাত করতে হয়৷ এইসকল দেশের উন্নয়নের জন্য অর্থ ও কৌশলের প্রয়োজন৷ NGO, IGO, WB, ADB, WWF ইত্যাদি সংস্থা অর্থ যোগান দিতে পারে ৷ তাৎক্ষনিক চিন্তায় বলা যায় যে, যেকোনো সামুদ্রিক সংগ্রহের বাজারজাত করা অবধি গুনগত মান বজায় রাখা, উপযুক্ত বাজার নিরূপণ করা, দ্রুততার সাথে বাজারজাত ও বিপণন করা সর্বাগ্রে প্রয়োজন। এই সামর্থ ঐ সকল দেশেই তৈয়ার করতে হবে কিন্তু তা বিশেষ ব্যবস্থার অধীনে যাতে পরিকল্পিত প্রাকঃলিত প্রাপ্তি কেন্দ্রবিন্দুতে পৌঁছে আর ইহাই সবুজ অর্থনীতির মূল উদ্দেশ্য। এই অর্থের তহবিল মাত্র একটি এবং কেন্দ্রিক হবে। আগ্রহী দেশ নিজ দায়িত্বে ঐ তহবিল হতে বিশেষ প্রণীত প্রকল্পের বিপরীতে অর্থসংগ্রহ করতে পারবে এবং সঠিক বাস্তবায়নে রাষ্ট্রীয় দায়িত্ব নেবে। WB, ADB বা অন্যান্য দাতা-সংস্থার অর্থায়নে গৃহীত প্রকল্প নানা বাধার সম্মুখীন হয় বিধায় আশানুরূপ ফল প্রদান করে না। সবুজ অর্থনীতি একটি মূল স্তম্ভ ইহা সকলের বা একার বাঁচার ও সমৃদ্ধির জন্য। সবুজ অর্থনীতির অধীনে একটি আন্তর্জাতিক স্বাধীন সর্বশক্তিমান তত্ত্বাবধায়ক সংস্থা যা মাত্র পঞ্চাশোর্ধ পারদর্শী ব্যক্তির সমন্বয়ে গঠিত হবে। যেমন, বাংলাদেশ এর নতুনভাবে শনাক্তকৃত ভার্জিন গভীর সমুদ্র এলাকায়, প্রাথমিকভাবে এর অবদান পৃথকভাবে প্রমাণ করতে ২০টি বিভিন্ন প্রকৃতির মৎস্য ধরার ট্রলার (যেমন stern trawler, freezer trawler, Burge siner, squid digger, bottom long liner etc) এবং একটি ফ্যাক্টরি জাহাজ নির্মাণ ও ব্যবহারের প্রয়োজনীয় প্রায় ৫০০ মিলিয়ন মাঃ ডঃ এর প্রকল্প গ্রহণ করা যেতে পারে । ১টি ফ্যাক্টরি শিপ বছরে আনুমানিক ২.৫ লক্ষাধিক টন বাজারজাত করার মৎস্য সামগ্রী প্রস্তুত করতে পারে এবং এর যথাযথ ব্যবহারের জন্য ২০টি ট্রলারের একটি বহরের দরকার হবে। ১টি ট্রলার এর তত্ত্বাবধানে প্রয়োজন মত ছোট ছোট মাছ ধরার বিশেষ ট্রলারের মাধ্যমে ধৃত মাছ ফ্যাক্টরি শিপে পৌঁছতে পারবে। একইদিনে ধৃত মৎস্য পাঁচ তারকা হোটেলের টেবিলে পরিবেশিত হওয়া সম্ভব হবে। প্রান্তিক যোগানদার, সন্দেহাতীত ভাবে অনেক বেশী মূল্য পাবে। কারো উপর ভার না বাড়িয়ে সম্পদ বৃদ্ধি সম্ভব এবং সম্পদের বণ্টন আশানুরূপ করা সম্ভব।
ফ্যাক্টরি শিপ ১টি বৃহৎ জাহাজ এবং দীর্ঘকাল সমুদ্রে অবস্থান করতে সক্ষম। ধৃত মাছ বাজারজাত বা সরাসরি বিপণনের জন্য প্রস্তুত করার পাশাপাশি fish feed/poultry feed কারখানা গড়ে তোলা যেতে পরে যাতে করে সমুদ্র থেকে নেয়া কোন কিছুই অপচয় না হয়, এমনকি মাছের কাটা মানুষের কল্যাণে ব্যবহার হতে পারে। Mother ship হিসাবে ট্রলারগুলির মাছ কিনতে পারে, তেল ও অন্যান্য প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে পারে। ট্রলারের মাছ ধরার লোকবলসহ সকল ক্রু ঐ mother ship এ বিশ্রামের স্বল্পকালীন সময় কাটাতে পারে। Biotechnology উন্নয়ন এবং উদ্ভাবন এমন স্তরে পৌঁছাতে পারে যে অনেক ঔষধ প্রস্তুতির উপকরণ সমুদ্রই সরবরাহ করবে এবং এরূপ ফ্যাক্টরি শিপে medical process plant বসানো যাবে। বাংলাদেশকে যদি ২০৩৫ সালে উন্নয়নের ২৫তম স্থানে পৌঁছুতে হয় তবে এরূপ প্রকল্প গ্রহণের অর্থ দ্রুতই পেতে হবে । কোভিডের কারণে উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে এরূপ challenging প্রকল্পে অর্থ যোগান দিতে না পারাই স্বাভাবিক। শুধু বাংলাদেশ নয়, SIDS গুলির জন্য এরূপ প্রকল্প উন্নয়নের সোপান হতে পারে। বিবেচ্য বিষয় এই যে বেঁচে থাকার তাগিদে এবং ন্যায্য মূল্য না পাবার হেতু, মাত্রারিতিক্ত মৎস্য আহরণ করা হয়ে থাকতে পারে। এরকম ক্ষেত্রে পুনঃভরনের সময় দিতে হবে বং নিবিড় পর্যবেক্ষনে থাকতে হবে। এরূপ একটি প্রকল্প প্রণয়নে মৎস্য সম্পদের প্রকৃতি ও প্রাপ্তির উপর সমীক্ষা এবং ট্রলার ও ফ্যাক্টরি জাহাজের উপযুক্ত ডিজাইন প্রস্তুতির প্রয়োজন। আগ্রহ ও নিবেদিত প্রচেষ্টা পেতে এরূপ প্রকল্পে ব্যক্তিগত উদ্যোগ অপরিহার্য হলেও সবুজ অর্থায়নের নীতিমালা প্রতিপালন করা সাপেক্ষে আন্তর্জাতিক সম্মিলিত একক তহবিল থেকে অর্থ যোগানের মাধ্যমে বাস্তবায়ন করার দ্রুত একটি উদ্যোগ নেয়া যায়। এই প্রকল্প গ্রহণে যতো সময় অতিবাহিত হবে ততই বাংলাদেশের জনগণ বিশ্ববাসীর সঙ্গে ক্ষতিগ্রস্ত হবে।
ইহাও বিচার্য বিষয় যে এখনই আন্তর্জাতিক অর্থযোগানে প্রকল্প বাস্তবায়ন এবং অন্যদিকে বাংলাদেশের নিজস্ব বিনিয়োগে ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের মধ্যে সামষ্ঠিক বিবেচনায় কত বেশী মূল্য সংযোজন করবে? প্রকল্পের প্রাকঃলিত ও বাস্তবে প্রাপ্ত নিরোপিত মাপকাঠিসমুহের তুলনা ও বাস্তবে লব্ধজ্ঞান ও অভিজ্ঞতা এরূপ উদ্যোগকে একটি উদাহরণ হিসাবে উপস্থাপন করতে পারে যে, সামষ্ঠিক সংরক্ষণ ও সমৃদ্ধি, সামষ্ঠিক প্রচেষ্টা ছাড়া সম্ভবপর নয় এবং এই উপলব্ধি সুস্পষ্ট করতে পারে যে সকলের ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টা, প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা করেও অধিক সম্পদ সৃষ্টির জন্যে সহায়ক। চিন্তায়, চেতনা ও কর্মে ঐক্যবদ্ধ হবার পথে অন্য কোন বাধা নেই; ব্যক্তিক, সামাজিক, গৌত্রিয়, ধর্মীয়, রাষ্ট্রীয় ও বৈশ্বিক কমিটমেন্ট মাত্র অনমনীয় প্রয়োজন।
লেখক: চেয়ারম্যান, আনন্দ গ্রুপ।
সভাপতি, এসোসিয়েশন অব এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ ।