Top

ফরিদপুরে লকডাউন: বিড়ম্বনায় সাধারণ জনগণ

২৩ জুন, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
ফরিদপুরে লকডাউন: বিড়ম্বনায় সাধারণ জনগণ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বুধবার তৃতীয় দিনের মত চলছে কঠোর লকডাউন। শহরের সকল দোকানপাট বন্ধ। কিছু কাঁচা বাজারের দোকান খোলা থাকলেও সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে মুদি দোকান। এতে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ জনগণ। যাদের তেল বা লবন এই ধরণের মুদি সদাই প্রয়োজন তার ক্রয় করতে পারছে না। মুদি দোকান বন্ধ থাকার কারণে অনেকের বাড়ির রান্না নিয়ে ঝামেলায় পড়ছেন।

শ্রমজীবী পরিবারের লোকজন অনাহারে দিন কাটাচ্ছে। গ্রাম থেকে অনেক ব্যক্তিরাই শহরে চিকিৎসা সেবাসহ বিভিন্ন প্রয়োজনে আসলেও তারা পাচ্ছে না কোনো রিক্সা ভ্যান, পায়ে হেটে গন্তব্য স্থানে পৌছাচ্ছে। শহরে ঘুরে দেখা যায় হাসপাতাল থেকেও রোগীরা বাড়ি ফিরবে কিন্তু পাচ্ছে না রিক্সা, ভ্যান, অটো। অনেক মহিলাদের দেখা গেছে বাচ্চাদের নিয়ে পায়ে হেটে হাসপাতালে পৌছাচ্ছে। ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে দিনমুজুরা কাজ না পেয়ে বসে আছে।

শেয়ার