Top

কুষ্টিয়ায় করোনায় আরো চার জনের মৃত্যু

২৩ জুন, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় করোনায় আরো চার জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। একই সাথে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ১২২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে বুধবার থেকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, আমরা বুধবার সকাল থেকেই হাসপাতালকে করোনা ডেডিকেটেড করেছি। এখন আর আমরা করোনা রোগী ছাড়া অন্য কোন রোগী হাসপাতালে ভর্তি করব না। আমরা অন্যান্য রোগীদের ডায়বেটিস হাসপাতাল এবং আদ্বদীন হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরামর্শ প্রদান করছি। তিনি আরো জানান, সংশ্লিষ্ট দুটি হাসপাতালের চিকিৎসকগণই সেখানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। তবে প্রয়োজন হলে আমাদের চিকিৎসকরাও তাদের সাহায্য করবে বলে তিনি যুক্ত করেন।

গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় আরো ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৬১ জন। মৃত্যু হয়েছে ১৬১ জনের। হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২২ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩২৩ জন।

শেয়ার