Top

চট্টগ্রামে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্ত

২৩ জুন, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
চট্টগ্রামে মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৩৬ জনের। আক্রান্তদের মধ্যে নগরী ১৪৫ জন এবং উপজেলায় ৯১ জন। নতুন করে মৃত্যুবরণ করেছেন ৩ জন। করোনা সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৬৩৩ জন । মৃত্যুবরণ করেছেন ৬৬৫ জন। এর মধ্যে ফটিকছড়ি উপজেলায় সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনকহারে। সেখানে একদিনে শনাক্ত হয়েছে ২২ জন। ফটিকছড়িতে বুধবার (২৩ জুন) থেকে আট দিনের লকডাউন শুরু হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৩টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯১টি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩১টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবি ল্যাবে ৬৩ জন, বিআইটিআইডি ল্যাবে ৭৩ জন, চমেক ল্যাবে ১৫ জন এবং সিভাসু ল্যাবে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৪টি নমুনা পরীক্ষা করে ২৫ জন, শেভরনে ১৭২ নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ নমুনা পরীক্ষা করে ৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিন মেডিক্যাল সেন্টার হাসপাতালে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ফটিকছড়িতে ২২ জনের কোভিড-১৯ পজেটিভ হয়েছে, যা চট্টগ্রামের সর্বোচ্চ। সংক্রমণ কমাতে ফটিকছড়িতে বুধবার (২৩ জুন) থেকে আট দিনের লকডাউন শুরু হয়েছে। এছাড়া হাটহাজারীতে ২১ জন, সীতাকুণ্ডে ১৮ জন, মিরসরাইয়ে ১৫ জন, আনোয়ারা, রাঙ্গুনিয়া ও রাউজানের তিনজন করে, বোয়ালখালী ও পটিয়ায় দুজন করে এবং সন্দ্বীপে একজন রয়েছেন।

শেয়ার