Top

যশোরে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ১২১

২৩ জুন, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
যশোরে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ১২১

যশোরপ্রতিনিধি:

যশোরে গত ২৪ ঘন্টায় ৩৪৩ টি নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসেবে আক্রান্তের হার ৩৫ শতাংশ। একই সময়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত দুইজন ও উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতলের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন। করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরো সাতদিন (২৩ জুন থেকে ২৯ জুন রাত ১২ টা পর্যন্ত) । সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলা জুড়ে সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে এবার আরো কঠোর হবে প্রশাসন।ওষুধের দোকান ছাড়া নিত্যপণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২ টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জান।

শেয়ার