Top

লক্ষ্মীপুর জেলা আদালত ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

২৪ জুন, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুর জেলা আদালত ভবন নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা সদরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিল্ডিং নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠেছে। গণর্পূতের ঠিকাদারকে প্রধান আসামী করে তিন জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মুহাম্মদ ইয়াছির আরাফাত। আসামীরা হলেন ঠিকাদার মো:রুবেল হাদী,এম.ডি,মোহাম্মদ আব্দুল খালেক কন্সট্রাকশান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো:আব্দুর রহমান ইমন, ম্যানেজার মো: রাকিব হোসেন।

মামলা সূত্রে জানা যায় ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম ও তথ্যগত অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে। মামলার আসামীরা নতুন নির্মানাধীন চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নিম্মমানের বৈদ্যুতিক ব্যাকেট লাইট ব্যবহার করেন। তদন্ত সাপেক্ষ ৬১ টি নিম্মমানের লাইট ঠিকাদারের প্রতিনিধি প্রজেক্ট ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আদালতের নেজারত শাখা জমা দেন। বুধবার গণর্পূতের ঠিকাদার মোহাম্মদ আব্দুল খালেক কন্সট্রাকশান প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন নেজারত শাখার নাজির।

২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হয়। ২০১৬ সালের ২৫ মে একনেকে তৃতীয় দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে জুন ২০১৮ সাল পর্যন্ত করা হয়। এ জন্য তিনবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।এর বাইরে লক্ষ্মীপুর জেলা আদালত ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পযায়ে রয়েছে।কিন্ত রুমের ভিতরে রেডিওশনের কারণে বিচারদের কথা তেমন শুনা যায় না।

অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযুক্ত ঠিকাদার মামলার আসামী রুবেল হাদী বুধবার মুঠোফোনে জানায়, চীপ জুডিসিয়াল ম্যাজেস্ট্রট আদালতে নতুন ভবন কাজ এখনো শেষ হয়নি।পুরাতন আদালত ভবন ভয়াবহ ঝুঁকিতে নিরাপত্তার কারণে বিচারকেরা নতুন ভবন বুঝিয়ে দেওয়ার আগেই ডুকে পড়ে, আদালতের বিচার কাযক্রম চালু করেন ।কিছু দিনের জন্য ব্যাকেট লাইট ব্যবহার করি।

এ বিষয়ে লক্ষ্মীপুর গণর্পূত নির্বাহী প্রকৌশলী ফারজাহান আনোয়ার গণমাধ্যমকে বলেন, অনিয়মের বিষয়টি তিনি অবগত আছেন। প্রতিবেদন অনুযায়ী অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার