Top

কুষ্টিয়ায় করোনায় আরো ২ জনের মৃত্যু

২৪ জুন, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় করোনায় আরো ২ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাত জন এবং করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। একই সাথে বর্তমানে করোনা আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে ১৫৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এ মোমেন জানান, গত কয়েক দিন হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা কম থাকলেও গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গিয়েছে। একই সাথে হাসপাতালে রোগী ভর্তির চাপও বাড়ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৬ হাজার ৮০২ জনে। ৪৫২ জনের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৫৯ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৩৯ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ১৯ জন, দৌলতপুর উপজেলায় ২০ জন, কুমারখালী উপজেলায় ২৯ জন, ভেড়ামারা উপজেলায় ১২ জন, মিরপুর উপজেলায় ৩৪ জন ও খোকসা উপজেলায় ১৬ জন।

তিনি আরো এখন পর্যন্ত জেলায় ৫৮ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৫৭ হাজার ২৩৯ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৪৭৭। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৭ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৩২০ জন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে গত (২০ জুন) রাত ১২টা থেকে কুষ্টিয়া জেলা জুড়ে লকডাউন শুরু হয়েছে। আগামী (২৭ জুন) রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে।

শেয়ার