Top

চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষায় শতভাগ করোনা শনাক্ত

২৪ জুন, ২০২১ ২:৫৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় নমুনা পরীক্ষায় শতভাগ করোনা শনাক্ত

চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত দুদিনে এ জেলায় সাতজনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল ও ডিজিজ কন্ট্রোল অফিসার ডা. আওলিয়ার রহমান জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন করে ৪১টি নমুনা পরীক্ষায় ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৯ জন, আলমডাঙ্গা উপজেলার সাতজন, দামুড়হুদা উপজেলার একজন এবং জীবননগর উপজেলার ১৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০০ শতাংশ। যা এ যাবৎ কালের নমুনা পরীক্ষার বিবেচনায় সর্বোচ্চ শনাক্তের হার।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮৩৭ জনে। বর্তমানে আক্রান্ত ৬৯৭ জন। এর মধ্যে হোম আয়সোলেশনে আছেন ৬৩৩ জন, হাসপাতালে চিকিৎসাধীন ৬১ জন ও রেফার করা হয়েছে তিনজন। এ পর্যন্ত মারা গেছেন ৯১ জন।

শেয়ার