Top

চুয়াডাঙ্গায় সিভিল সার্জনের গাফিলতি

২৪ জুন, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় সিভিল সার্জনের গাফিলতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস কোভিড-১৯ এর রোগী সংখ্যা দিন দিন বাড়ছে, গতকাল ২৩ এ বুধবার রাতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন বলেন শতভাগ করোনা ভাইরাস শনাক্ত, গনমাধ্যমে উঠে আসে সেই তথ্য। তবে পর দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন ২৪ ঘণ্টায় শতভাগ করোনা শনাক্তের তথ্যটি সঠিক নয় বলে জেলার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।

তিনি বলছেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া পিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ৮৫ শতাংশ। জেলায় গড় শনাক্তের হার ৪৫ দশমিক ৬ শতাংশ।তবে এর আগে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানানো হয়েছিল, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনের নমুনা পরীক্ষায় সবারই করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতভাগ। ওই ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছিল।

এরপর এ সংক্রান্ত খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়। তবে সিভিল সার্জন জানালেন, ওই তথ্য সঠিক নয়।সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো তথ্য আরও জানানো হয়েছিল, জেলায় মোট শনাক্ত দুই হাজার ৮৩৭ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ৯১ জনে।

শেয়ার