Top

অর্ধ শতাধিক ব্যাটারি চালিত ভ্যান গাড়ি আটক

২৪ জুন, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
অর্ধ শতাধিক ব্যাটারি চালিত ভ্যান গাড়ি আটক

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ পৌরসভা এলাকা থেকে অর্ধ শতাধিক ব্যাটারি চালিত ভ্যান গাড়ি আটক করে থানায় রেখেছে পাংশা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পাংশা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌর্থভাবে অভিজান পরিচালনা করে।

একজন ভ্যান চালক বলেন, আমরা পেটের দুক্ষে ভ্যান চালাই। আমার যে বয়স সেই অনুযায়ী আমি পেডেল মেরে ভ্যান চালাতে পারবো না। এখন আমার ভ্যান গাড়ির থামায় আটকে রেখেছে আমার কিস্তি আছে, এখন আমার সংসার চলবে কি করে। আমাদের এই কষ্টের কথা কেউ শুনবে না।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আমার থানা এলাকায় রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী কোন ব্যাটারি চালিত যান বাহন চলাচল করতে পারবে না। আমরা সড়কের আইন শৃংখলা ফেরাতে যা যা করা প্রয়োজন সেটা করবো।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র এ,এস,পি (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, এস,আই ( নিরস্ত্র) হুমায়ূন রেজা, এস,আই (নিরস্ত্র) কালাম সহ থানা পুলিশ ফোর্স।

শেয়ার