Top

চট্টগ্রাম বাজারের সাপ্তাহিক হালচাল

২৫ জুন, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ
চট্টগ্রাম বাজারের সাপ্তাহিক হালচাল

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে প্রতিনিয়ত কোন না কোন পণ্যের দাম বাড়ছেই। দীর্ঘদিন ধরে বাড়তি দরে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। এবার দাম বাড়ার তালিকায় যুক্ত হল ডাল-চিনি। প্রতিকেজি চিনিতে ২ টাকা ও মসুরডালে ৫ টাকা বেড়েছে। দাম বাড়ায় এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৫ জুন) নগরীর কর্ণফুলী বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি চিনিতে ২ টাকা বেড়ে ৭২ টাকা ও প্রতিকেজি মসুরডালে ৫ টাকা বেড়ে তা এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি প্যাকেটজাত আটা ৩৬ টাকা, ময়দা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা আদা ১৩০ টাকা, হলুদ ২১০ টাকা ও পেয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মুদি ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ভোজ্যতেল বাড়তি দরে বিক্রি হচ্ছে। পাঁচ লিটার বোতলজাত ভোজ্যতেল ৬৭০ থেকে ৭৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তাছাড়া বৃষ্টির কারণে খাতুনগঞ্জ থেকে পণ্য আনতে কষ্ট পেতে হচ্ছে। পরিবহণ খরচও বেড়েছে। তাই নিত্যপণ্যের দাম বেড়েছে। এদিকে সবজির বাজারে প্রতিকেজি বেগুন ৬৫ থেকে ৭০ টাকা, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা, লাউ ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শ ৫৫ টাকা, কচুর লতি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা ও পেপে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। প্রতিকেজি রুই ৩০০ টাকা, কাতল ৩০০ টাকা, পাঙ্গাস ১৮০ টাকা, পাবদা ৫০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা, ইলিশ মাছ এক হাজার থেকে ১২শ টাকা ও মলা মাছ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০ টাকা, লাল লেয়ার মুরগি ২৩০ টাকা ও সোনালি মুরগি ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে।

শেয়ার