Top
সর্বশেষ

আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত প্লেন চলাচল

২৮ অক্টোবর, ২০২০ ১১:২৯ পূর্বাহ্ণ
আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত প্লেন চলাচল

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাস ১০ দিন বন্ধ থাকার পর বুধবার (২৮ অক্টোবর) থেকে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফ্লাইট। মঙ্গলবার (২৭ অক্টোবর) কলকাতার সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে ওই প্রতিবেদনে জানানো হয়- বুধবার সকালেই ঢাকা থেকে কলকাতায় এসে নামবে যাত্রীবাহী প্লেন। দেশজুড়ে লকডাউন জারি হওয়ার আগে, গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে কলকাতা-ঢাকার ফ্লাইট যোগাযোগ। ফের তা চালুর সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রীরা।

দমদম বিমানবন্দর সূত্র জানিয়েছে, আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রীবাহী ফ্লাইট নামবে দমদম বিমানবন্দরে। আর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে দিল্লি ও চেন্নাই থেকে ঢাকাগামী ফ্লাইট চলাচল করবে। আপাতত ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলবে দু’দেশের মধ্যে। তবে পরবর্তীতে ইন্ডিগোসহ অন্যান্য এয়ারলাইন্স সংস্থার ফ্লাইট চালানো হতে পারে। খুব শিগগিরই সপ্তাহে সাতটি ফ্লাইট ঢাকা-কলকাতা আসা-যাওয়া করবে বলে জানা গেছে।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে কলকাতায় আগত যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল সঙ্গে থাকা বাধ্যতামূলক। আরটিপিসিআর টেস্ট করানোর পরই প্লেনে ওঠার ছাড়পত্র পাবেন কলকাতা আসতে চাওয়া যাত্রীরা। আর প্লেনে ওঠার আগে যাত্রীদের করোনা ফলাফল ওয়েবসাইটে দেওয়া বাধ্যতামূলক।

শেয়ার