বিশ্ব ফুটবলের বড় তারকা তিনি, সেরাদের একজন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আলোচনা সবখানে। চলতি ইউরো কাপে দল হিসেবে এখনো সুবিধা করতে পারেনি পর্তুগাল। তবে সে দলে রোনালদোর মতো একজন ফুটবলার থাকাতেই বাড়তি চিন্তা প্রতিপক্ষ শিবিরে। ইউরোর শেষ ষোলোয় পর্তুগালের মুখোমুখি হবে বেলজিয়াম। রোববার ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সে ম্যাচের আগে শুধু রোনালদোকে নিয়ে ভাবতে নারাজ বেলজিয়ামের ফুটবলার টবি আল্ডারভাইরেল্ড।
আল্ডারভাইরেন্ডের ভাষায়, শুধু রোনালদোকে নিয়েই পর্তুগাল নয়। সে দলে আরও ১০ জন ফুটবলার খেলেন, যারা রোনালদোকে সুযোগ তৈরি করে দেন। প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারাতে হলে রোনালদোর পাশাপাশি তাদেরকেও আটকাতে হবে বলে জানালেন আল্ডারভাইরেল্ড।
বেলজিয়ামের এই ডিফেন্ডার বলেন, ‘সবাই ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলে, সে বিশ্বের সেরাদের একজন। তবে পর্তুগাল মানেই শুধু সে একা নয়, তাকে ঘিরে আরও অনেক মানসম্পন্ন ফুটবলার আছেন, যারা তাকে সুযোগ তৈরি করে দেয়। প্রতিপক্ষ হিসেবে তারা বেশ শক্ত দল। হারানোর কাজটি সহজ নয়। খুব আঁটসাঁট ফুটবল খেলে এবং তারা জানে, বড় টুর্নামেন্টে বড় ম্যাচে কিভাবে খেলতে হয়। অভিজ্ঞতাও প্রচুর তাদের। আমার মনে হয়, ওদেরকে হারাতে হলে নিজেদের সর্বোচ্চটা নিঙড়ে দিতে হবে আমাদের।’
ইউরোর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বেলজিয়াম। ‘এফ’ গ্রুপ থেকে কোনরোকমে শেষ ষোলোতে এসেছে পর্তুগাল। তবে রোনালদো বড় ম্যাচের ফুটবলার, তার দলও বর মঞ্চে জ্বলে ওঠে। বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে কতটুকু স্বস্তিতে আছে বেলজিয়াম?
আল্ডারভাইরেল্ড বলেন, ‘আমার মনে হয় না, প্রতিপক্ষ নিয়ে সন্তুষ্টি-অসন্তুষ্টির কোনো জায়গা আছে। ধরুন, পর্তুগাল না হয়ে আমাদের যদি হাঙ্গেরির সঙ্গে খেলা হতো এবং সবাই তখন ভাবতে শুরু করত, এই ম্যাচ সহজ হতে যাচ্ছে। মানসিকতা এরকম থাকলে এই ধরনের ম্যাচের জন্য উজ্জীবিত হওয়া কঠিন। আমরা শীর্ষ একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং এটাই আমাদেরকে বাধ্য করবে সেরাটা দিতে।’