Top
সর্বশেষ

‘পুঁজিবাজারে বিলিয়ন ডলার বিনিয়োগ আসার সুযোগ রয়েছে’

২৮ অক্টোবর, ২০২০ ১১:৩২ পূর্বাহ্ণ
‘পুঁজিবাজারে বিলিয়ন ডলার বিনিয়োগ আসার সুযোগ রয়েছে’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘পুঁজিবাজারে বিলিয়ন ডলার বিনিয়োগ আসার সুযোগ রয়েছে। আমরা চাই এখানে বড় ধরনের বিনিয়োগ আসুক।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচকের সহযোগী প্রতিষ্ঠান ‘আমার টাকা’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বাংলাদেশের পুঁজিবাজারে সম্ভাবনার দুয়ার খুলেছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে বিএসইসি। আমরা চাই একটি স্বচ্ছ ও সুন্দর পুঁজিবাজার। এ পুঁজিবাজার গঠন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সরকার ও আমাদের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে।’

বিএসইসির চেয়ারম্যান বলেন, ‘মার্কেট ভালো করার জন্য নতুন অল্টারনেটিভ নিয়ে আসা হচ্ছে। এগুলোর মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, সুকুক বন্ডকে। বন্ড, মিউচ্যুয়াল ফান্ড এবং বিভিন্ন বিনিয়োগের জন্য অনেক অনুরোধ আসছে। এগুলো অনুমোদন দিয়ে শেষ করতে পারছি না। সুতরাং আগামী দিনে দেশের ক্যাপিটাল মার্কেটকে সুন্দর দেখতে পারছি।’

মিউচ্যুয়াল ফান্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা আছে। মিউচ্যুয়াল ফান্ডকে পপুলার করার চেষ্টা করছি। যারা হিসেব পারেন না, তাদেরকে বলবো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে। মিউচ্যুয়াল ফান্ডে ডিসিপ্লিন থাকবে।’

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের অনুরোধে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছি। বেশ কিছু বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে ফান্ড গঠন করা, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার ফান্ডের অগ্রগতি, পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু করার অগ্রগতি, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালনের বিষয় এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাইরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে, বলেও জানান বিএসইসির চেয়ারম্যান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব দিন দিন বাড়ছে। সাধারণ শিক্ষা আর আর্থিক শিক্ষা এক নয়। আর্থিক শিক্ষা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকলে বিনিয়োগের ঝুঁকি থেকে যায়। তাই এ বিষয়ে একটি সঠিক গাইডলাইন দিতে পারলে ভালো হয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমার টাকা’ ও অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান।

শেয়ার