Top

করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা ও অভিযান পরিচালনা

২৬ জুন, ২০২১ ১১:১০ পূর্বাহ্ণ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণসচেতনতা ও অভিযান পরিচালনা

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং পরিস্থিতি মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে গণসচেতনতা সৃষ্টি করতে অভিযান চালিয়েছেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন । এ সময় সামাজিক দূরত্ব বাজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্কবিহীন মানুষকে মাস্ক ব্যবহারে বাধ্য করা।

আজ শুক্রবার(২৫-জুন) বিকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তেঁতুলিয়া চৌরাস্তা, রনচন্ডী,তিরনই, বুড়াবুড়ি, ভজনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ০৮টি মামলায় ২১ জন ব্যক্তিকে বিভিন্ন অংকে অর্থদন্ড প্রদান করেন । উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। অপর দিকে বুড়াবুড়ি ও ভজনপুর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মাসুদুল হক। এ সময়ে দুই জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন।

অভিযান পরিচালনাকালীন সময়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক বিতরণসহ গণপরিবহণে যাত্রী চলাচল মনিটরিং করা হয়।

শেয়ার