Top

পাংশায় ১৩ মামলায় ১২ হাজার ১ শত টাকা জরিমানা 

২৬ জুন, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
পাংশায় ১৩ মামলায় ১২ হাজার ১ শত টাকা জরিমানা 

রাজবাড়ী:

সম্প্রতি রাজবাড়ী সহ সারাদেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাত জেলার ন্যায় রাজবাড়ী জেলা তে ও লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে পাংশায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়িয়ে চলা, জনসচেতনতা সৃষ্টি ও জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে পাংশা উপজেলা প্রশাসন।

পঞ্চম দিনের মত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার কাজে সহযোগিতা করেন পাংশা মডেল থানার এস,আই কামাল সহ থানা পুলিশ।

শনিবার সকাল থেকেই তারা পাংশা বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও জনসমাগম এড়িয়ে চলার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। সেই সাথে নিয়মের তোয়াক্কা না করে পাংশা বাজার এলাকায় দোকান খুলে ভিতরে থাকায় জরিমানা আদায় করা হয়। এ সময় মিনিস্টার শোরুম সহ ১৩ মামলায় ১২ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।

শেয়ার