Top

প্রধানমন্ত্রীর প্রতি অসহায় মায়ের আকুতি

২৬ জুন, ২০২১ ৭:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর প্রতি অসহায় মায়ের আকুতি

চাঁদপুর প্রতিনিধি:

অপহরণ হওয়া পাঁচ বছরের শিশু কন্যা খাদিজা আক্তারকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য চেয়েছেন অসহায় গর্ভধারিণী মা ফাতেমা আক্তার। শনিবার (২৬ জুন) সকালে চাঁদপুর প্রেসক্লাবে কন্যা শিশুটির মা ফাতেমা আক্তার সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১১ এপ্রিল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ছোটতুলা গ্রামে বাড়ির উঠানে খেলার শিশু খাদিজা অপহরণ হয়। ঘটনার দিন নিখোঁজ শিশুর দাদা বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। কিন্তু দীর্ঘদিন পরেও মেয়েকে ফিরে না পেয়ে ৭ মে পুনরায় অপহরণ মামলা দায়ের করেন।সন্দেহজনক ভাবে স্থানীয় রবিউল আলম ও মোঃ ফরহাদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। ঘটনা তদন্তে পুলিশ এই মামলা সম্পর্কিত আরো বেশ ক’জনকে গ্রেপ্তার করে। আসামিদের দেওয়া তথ্যমতে জৈনিক সুমন কবিরাজের কাছে শিশু খাদিজা আটক আছে বলে জানা গেলে। কিন্তু পুলিশ সুমন কবিরাজকে খুঁজে পাচ্ছে না।

শিশু খাদিজার মা লিখিত বক্তব্যে আরো জানান, আসামি রবিউল আলম শিশু খাদিজাকে মোটরবাইকে ঘুরাবে বলে তুলে নিয়ে যায়। সে এর আগেও এক শিশুকে আটক রেখে মুক্তিপণ দাবি করে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। অপর আসামী ফরহাদ একটি শিশু বাচ্চাকে বিক্রি করেছে মর্মে অভিযোগ রয়েছে। তারা থানা-পুলিশের ব্যর্থতার কারণে বর্তমানে মামলাটির পিবিআই তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। ঘটনার দুই মাস ১৪ দিন হলেও খাদিজাকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন। এ অবস্থায় মা খাদিজা সংবাদ সম্মেলনে মেয়েকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগীতা চেঢে আকুল আবেদন জানান।

সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার