গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে হেরেও দ্বিতীয় রাউন্ডে পৌঁছে ইতিহাস গড়েছিল ডেনমার্ক। নিজেদের এই ঐতিহাসিক যাত্রাকে আরও দীর্ঘায়িত করে এবার চলতি ইউরো কাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লেখাল তারা।
শনিবার রাতে শেষ ষোলোর প্রথম ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে রীতিমতো উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছে গেছে ডেনমার্ক। নেদারল্যান্ডের আমস্টারডাম এরেনায় হওয়া ম্যাচটিতে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ডেনমার্ক। যার সুবাদে ১৭ বছর পর ইউরোর কোয়ার্টারের টিকিট পেয়েছে তারা।
শুরু থেকেই ছোট ছোট পাসে বলের দখল রেখেছিলো ডেনমার্কের খেলোয়াড়রা। ম্যাচের ২৭ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথম গোলটি করেন ক্যাসপার দোলবার্গ। প্রথমার্ধে গ্যারেথ বেলের ওয়েলস গোল শোধ করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোল করেন ডেনমার্কের ক্যাসপার। ম্যাচের বাকি সময়ে গোল শোধ করার সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ওয়েলস। ৮৮ মিনিটে তৃতীয় গোল করেন ডেনমার্কের জোয়াকিম। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের চতুর্থ গোল করেন ডেনমার্কের মার্টিন ব্রাথওয়েট।