Top

উদ্বোধনের আগেই ধ্বসে পড়লো কোটি টাকার সেতু

২৭ জুন, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
উদ্বোধনের আগেই ধ্বসে পড়লো কোটি টাকার সেতু

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কোল ঘেঁষে অবস্থিত সাগরকন্যানামে খ্যাত কুয়াকাটার দোভাষীপাড়া খালের উপর নির্মাণাধীন সেতু আজ রবিবার (২৭ জুন) সকাল ৯ টার দিকে ধ্বসে পড়েছে। এলজিইডির আঞ্চলিক সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ২ কোটি ৭০ লাখ টাকায় এই সেতু তৈরি করা হচ্ছিলো। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ করায় এমনটি হয়েছে।

স্থানীয়রা বলেন, সকল ৯ ঘটিকার দিকে আমরা সেতু এলাকায় বিকট শব্দ শুনতে পাই। তখন গ্রামের সবাই মিলে গিয়ে দেখি পুরো সেতু ভেঙে খালে পড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।’

গ্রামের বাসিন্দা আলাউদ্দিন বলেন, ‘পুরো সেতুর মধ্যভাগে কোনও পিলার নেই। তাই ভেঙে পড়েছে বলে আমাদের ধারণা। নির্মাণ শেষ হওয়ার আগেই সেতু ভেঙে পড়ায় এর পুরো কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’

স্থানীয় বাসিন্দা ওমর আল সাদ্দাম মাল জানান, ‘সেতুটির কাজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়েছে তারা নিম্নমানের রট, নিম্মমানের বালু, নিম্নমানের সিমেন্ট ব্যবহার করার ফলে সেতুটি ধ্বসে পড়েছে। সরকারের উচিত এদের বিচারের আওতায় নিয়ে আসা। সরকারের কোটি কোটি টাকা খরচ করা উন্নয়ন প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। এ ঘটনায় দায়ীদের শাস্তি চাই।’

ঠিকাদারি প্রতিষ্ঠান খান ট্রেডার্সের পরিচালক আল মামুন জানান, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কাজে কোনো ধরণের অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি।

শেয়ার