Top

হত্যা মামলার আসামী ফজলু মেম্বার পাংশা থেকে আটক

২৭ জুন, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
হত্যা মামলার আসামী ফজলু মেম্বার পাংশা থেকে আটক
রাজবাড়ী:
অবশেষে রাজবাড়ীর পাংশা থেকে হত্যা, লাশ গুম, গাড়ীতে অগ্নি সংযোগ ভাংচুর, নারী ও শিশু অপহরণ, চাঁদাবাজী, চুরি সহ একাধিক বিচারাধীন লোমহর্ষক ও চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত কারী মোঃ ফজলু বিশ্বাস (মেম্বার)  (৪৬) কে গ্রেফতার করেছে র‍্যাব -১২। গ্রেফতারকৃত আসামী  মোঃ ফজলু বিশ্বাস উপজেলার চর আফড়া গ্রামের মুন্নাফ বিশ্বাস এর ছেলে।
সে পাবনা জেলার সুজানগর থানাধীন  বিলক্ষেতুপাড়া গ্রামের আবু বক্কার মন্ডল (৩০) খুন হওয়া মামলার ও চার্জশিট ভুক্ত আসামী।
আজ (২৭ জুন) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে জানান, রাত ৪.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি এর নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন চর আফড়া এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত পাবনা জেলার সুজানগর থানাধীন দিলখেতু পাড়া গ্রামের মোঃ আজাহার আলী মন্ডলের ছেলে আবু বক্কর মন্ডল(৩০) কে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে হত্যা করা সহ সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত দুধর্ষ ০১ জন পলাতক আসামী কে গ্রেফতার করা হয়।
সূত্র মতে তার বিরুদ্ধে দায়ের কৃত অভিযোগ গুলো রাজবাড়ী জেলার পাংশা থানার নারী ও শিশু অপহরণ মামলা নং-০২(১২)২০১৪,জেলার পাংশা থানার হত্যা চেষ্টা সহ চুরি মামলা নং-০৭(১০)২০১৩, জেলার পাংশা থানার হত্যা চেষ্টা সহ চুরি মামলা নং-১০(২১)২০০৬,  জেলার পাংশা থানার চাঁদাবাজী মামলা নং-০২(১)২০২০, জেলার পাংশা থানার চুরি মামলা নং-০৯(১৭)২০০৬, জেলার পাংশা থানার গাড়ীতে অগ্নি সংযোগ, ভাংচুর,বেআইনি আটক মামলা নং-০৯(২১)২০০৬।
এছাড়াও পাবনা জেলার সুজানগর থানার খুন ও লাশ গুম মামলা নং-০৭(০৭)২০১৭।
পরে গ্রেফতারকৃত  আসামীকে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি বলেন, এ ধরণের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার অভিযান সচল রেখে অপরাধমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
শেয়ার