Top

কালিহাতীতে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা

২৮ জুন, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
কালিহাতীতে মাস্ক ব্যবহার না করায় ১০ জনকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে মাস্ক পরিধান না করার দায়ে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলার রাজাফৈর, কস্তুরীপাড়া, আউলিয়াবাদ, রতনগঞ্জ, বেহলাবাড়ী ও বল্লা বাজারে স্বাস্থ্যবিধি পরিপালনের উপর ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এসময় মাস্ক পরিধান না করার জন্য ১০ জন ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন তিনি। পাশাপাশি মাইকিং করে লোকজনকে স্বাস্থ্য বিধি পরিপালনের বিষয়ে সচেতন করা হয় এবং সংশ্লিষ্ট এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে সকলকে মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়।

শেয়ার