Top

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

২৯ জুন, ২০২১ ২:০৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আরো নতুন করে ৯৯ জনের শনাক্ত হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন

চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগরে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে দুজন ও উপসর্গ নিয়ে একজন, দামুড়হুদায় উপসর্গ নিয়ে দুজন এবং আলমডাঙ্গায় উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় করোনা আক্রান্ত হয়ে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। গতকাল সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোমবার ৩০৭ নমুনা পরীক্ষা করে আরও ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩৮, আলমডাঙ্গায় ১৩, দামুড়হুদায় ১৩ এবং জীবননগরে ৩৫ জন।

শেয়ার