Top

ম্যাপ বিকৃতি: ভারতে টুইটার কর্তার বিরুদ্ধে এফআইআর

২৯ জুন, ২০২১ ৬:৩৯ অপরাহ্ণ
ম্যাপ বিকৃতি: ভারতে টুইটার কর্তার বিরুদ্ধে এফআইআর
ডয়চে ভেলে :

ভারতে টুইটারের এমডি মনীশ মাহেশ্বরীর বিরুদ্ধে আরেকটি এফআইআর করলো উত্তর প্রদেশ পুলিশ। টুইটারে ভারতের বিকৃত ম্যাপ প্রকাশ করার জন্য এই এফআইআর।

এফআইআরে অভিযোগ, টুইটারে প্রকাশিত ভারতের ম্যাপে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দেশ হিসাবে দেখানো হয়েছে। বজরং দলের এক কর্তা এনিয়ে বুলন্দশহরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।

ভারতে এমনিতেই টুইটারের সঙ্গে সরকারের সংঘাত তীব্র হয়েছে। টুইটার প্রথমে নতুন ডিজিটাল আইন মানতে চায়নি। দিল্লি পুলিশ তারপর টুইটার অফিসেও হানা দিয়েছিল। গাজিয়াবাদে এক মুসলিম ব্যক্তিকে নিগ্রহ করা সংক্রান্ত টুইট নিয়ে মাহেশ্বরীকে ডেকে পাঠিয়েছিল উত্তর প্রদেশের পুলিশ। তার বিরুদ্ধে এফআইআরও হয়। মাহেশ্বরী কর্ণাটক হাইকোর্টে আবেদন করেন। কর্ণাটক হাইকোর্ট জানায়, মাহেশ্বরীকে উত্তর প্রদেশ যেতে হবে না। দরকার হলে উত্তর প্রদেশের পুলিশ কর্ণাটকে এসে মাহেশ্বরীকে জেরা করতে পারে। তবে তাকে গ্রেপ্তার করা যাবে না।

তার পর এই ম্যাপ বিতর্কে জড়িয়েছেন মাহেশ্বরী। প্রবল প্রতিক্রিয়া হওয়ায় সোমবার ওই ম্যাপ টুইটার সরিযে নেয়। কিন্তু বিতর্ক তাতে মেটেনি। এফআইআরে বলা হয়ছে, টুইটার কর্তৃপক্ষ ইচ্ছে করে এই কাজ করেছেন। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

তবে এক মাস ধরে চলা তীব্র বিরোধের পর টুইটার তাদের গ্লোবাল লিগ্যাল পলিসি ডিরেক্টর জেরেমি কেসেলকে ভারতের গ্রিভ্যান্স অফিসার হিসাবে নিয়োগ করেছে। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুসারে কোনো বেআইনি, আপত্তিকর ও জাতীয় স্বার্থবিরোধী টুইটের বিরুদ্ধে অভিযোগ এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সামাজিক মাধ্যমগুলিকে অফিসার নিয়োগ করতে হবে।

টুইটার প্রথমে ধর্মেন্দ্র চতুরকে নিয়োগ করেছিল। কিন্তু তিনি ইস্তফা দেন। কারণ, সরকারের এই নিয়োগ নিয়ে আপত্তি ছিল।

শেয়ার