Top

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ১৪ শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ

৩০ জুন, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ১৪ শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদে গড়ে উঠা দেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে ১৪টি শিল্প প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ১ হাজার ৩৫ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলে পর্যায়ক্রমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার ৫ একর, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ৮ একর, ডায়নামিক ড্রেজিং ২ একর, নিট এশিয়া ৮ একর, এম কে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৪ একর, রাতুল ফেব্রিকস ৫ একর। এ ছাড়া অ্যাকটিভ কম্পোজিট মিলস ২ একর, রাইজিং হোল্ডিংস ১০ একর, রাইজিং স্পিনিং মিলস ৫ একর, যশোর ফিড ১৬ একর, ম্যারিনা প্রোপার্টি ২১ একর, টেক্সট টাউন ৫ একর, এস্কোয়ার অ্যাকসেসরিজ ১২ একর এবং এস্কোয়ার ইলেকট্রনিকস ৭ একর জমি বরাদ্দ পেয়েছে। অর্থনৈতিক এই অঞ্চলটিতে ভূমি উন্নয়নের কাজে প্রকৌশলগত সহায়তা দিচ্ছে জেডিআই।

শেয়ার