আফগানিস্তানে প্রায় ২০ বছর মোতায়েন থাকার পর সর্বশেষ জার্মান সেনাকে দেশটি থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প এক টুইটার বার্তায় জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বিকেলে সর্বশেষ জার্মান সেনা নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছে।
২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে দায়িত্ব পালনকারী দেড় লাখ জার্মান সেনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এসব সৈন্য জার্মানির জন্য গৌরব বয়ে এনেছেন।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী গত এপ্রিলে আফগানিস্তান থেকে অন্তত ৭,০০০ সেনা প্রত্যাহারে সম্মত হয়। এ সময় আফগানিস্তানে জার্মানির মোট ১,১০০ সেনা মোতায়েন ছিল যাদের শেষ দলকে মঙ্গলবার সরিয়ে নেয়া হয়।
দেশটিতে গত প্রায় ২০ বছরে জার্মানির ৫৯ সেনা নিহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একক কোনো যুদ্ধে এত বেশি জার্মান সেনা আর মারা যায়নি। -পার্সটুডে