গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছে দুর্দান্ত। অপরাজিত থেকে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সময়ের সঙ্গে খুঁজে পেতে শুরু করেছে নিজেদের ছন্দ। এবারের লড়াইটা কোয়ার্টার ফাইনালের, ইকুয়েডরের বিপক্ষে। এই ম্যাচের আগে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, প্রতিপক্ষের গতি নিয়ে তারা সতর্ক।
রোববার বাংলাদেশ সময় ভোর সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে যারা রুখে দিয়েছিল ব্রাজিলকে। সেলেসাওরা তাদের বিপক্ষে ড্র করেছিল ১-১ গোলে। তাদের বিপক্ষে মাঠে নামার আগে তাই বাড়তি সতর্ক লিওনেল স্ক্যালোনি।
তিনি বলেন, ‘ইকুয়েডরের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। খেলার স্পষ্ট একটা ধরন আছে তাদের। যথেষ্ট আগ্রাসী এবং এই দলের ফুটবলাররা গতিময়। তারা যে ম্যাচগুলো খেলেছে, প্রতিপক্ষ তাদের উপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।’
স্ক্যালোনি আরও বলেন, ‘আমরা যাদের বিপক্ষেই খেলি, তাদের নিয়ে সতর্ক থাকি। আমাদের সব ম্যাচে খেলার ধরন একই। ইকুয়েডর গতিশীল। যেকোনো দলের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার মতো দারুণ ফুটবলার তাদের আছে। তবে আর সব দলের মতো তাদেরও দুর্বলতা আছে এবং আমরা সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করব।’